হাসান বাসার ,অয়ন বাংলা ,বহরমপুর :- মুর্শিদাবাদ জেলার বহরমপুরে রুডসেট প্রতিষ্ঠান বহরমপুর পক্ষ থেকে বিশ্ব মহিলা দিবস পালন করা হলো , ,ডাইরেক্টর মুকেশ কুমার বাউরী মহাশয়ের উদ্যেগে ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজিএম কানারা ব্যাঙ্ক রিজিনাল অফিস বহরমপুর জেপি পানু ঘড়াই মহাশয় ।
মুর্শিদাবাদ SDME ট্রাস্ট ও কানারা ব্যাঙ্ক দ্বারা পরিচালিত ভারত সরকারের MORD ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ করা হয়।
এই প্রতিষ্ঠানের সঙ্গে শেষ 10 বছর কাজ করছে ,সারা ভারতবর্ষে মোট 586 প্রতিষ্ঠান বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে ।
এই প্রতিষ্ঠানের মূল কাজ হলো 18 থেকে 45 বছরের বেকার যুবক ছেলে মেয়েদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় ।
প্রশিক্ষণ শেষে ভারত সরকারের স্কিল ইন্ডিয়া পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করে ।
এই বছর প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের জন্য বিউটিশিয়ান টেলারিং, জুটের কাজ. কাস্টম জুয়েলারি , পাপড় ও মসলা তৈরি আগরবাতি এবং কম্পিউটার ডিটিপি ফ্রিজ এসি রিপেয়ারিং হাউজ ওয়ারিং ডোমেস্টিক হোম এপ্লায়েন্স রিপেয়ারিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেওয়া হবে ,সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ।