মেট্রো চালু হওয়ার গুজব কলকাতায় ! লকডাউনে আদৌ চালু হচ্ছে না মেট্রোরেল পরিষেবা
পরিমল কর্মকার, কলকাতা : লকডাউনের তৃতীয় দফা শেষ হতে না হতেই সারা কলকাতায় গুজব ছড়িয়েছে চতুর্থ দফা লকডাউন শুরুর প্রথম সপ্তাহ থেকেই চালু হচ্ছে মেট্রো রেল পরিষেবা। তবে মেট্রোরেলের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। মেট্রো পরিষেবা ফের চালু করা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, চতুর্থ দফা লকডাউন শুরুর আগেই গুজব ছড়িয়ে পড়েছিল চতুর্থ দফা লকডাউন পর্বেই ঘুরতে চলেছে মেট্রো রেলের চাকা। রেল দপ্তরের নির্দেশে নাকি অল্প সংখ্যক যাত্রী নিয়ে চলবে মেট্রো। সোস্যাল ডিসটেন্স মেনটেইন করা হবে, ওঠার আগে স্ক্রিনিং করা হবে মেট্রোতে। সম্প্রতি মেট্রোরেল পরিষেবা চালু নিয়ে সারা কলকাতা জুড়ে এই গুজবে মেট্রো যাত্রীদের মধ্যে নানা বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
সমস্ত বিভ্রান্তি কাটাতে শনিবার মেট্রোরেলের সিপিআরও জানিয়েছেন, মেট্রো চালুর ব্যাপারে রেলওয়ে বোর্ড থেকে এখনও পর্যন্ত কোনও নির্দেশ আসেনি। বাজারে যে খবর ঘুরে বেড়াচ্ছে তার কোনও সত্যতা নেই। নির্দেশ না আসা পর্যন্ত কোনও সবুজ সংকেত তারা দিতে পারছেন না।