অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- জনিয়ার ডাক্তারদের আন্দোলন রোগীদের ভোগান্তী ক্রমশ বাড়ছে ।এর মধ্যে আজ এস এস কে এমে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের তোয়াক্কা না করেই পাল্টা রাজ্য প্রশাসনের ওপর চাপ বাড়ালেন রাজ্যের ডাক্তাররা। সেই মতোই গণ-ইস্তফার ডাক দিলেন চিকিৎসকরা। সাগর দত্ত মেডিক্যাল কলেজের আট চিকিৎসক ইস্তফা দিলেন। আরও বেশ কিছু চিকিৎসক ইস্তফা দিতে পারেন বলে জানা গিয়েছে। ফলে আরও বেকায়দায় চিকিৎসাপ্রার্থী সাধারণ মানুষ।উল্লেখ্য, এদিন এসএসকেএম হাসপাতালে পৌঁছেই ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে নিজের কড়া অবস্থানের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রথমে কিছুক্ষণ অপেক্ষারত রোগীদের সঙ্গে কথা বলেন মমতা। এরপর বাইরে এসে জানান, ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে ‘স্ট্রং অ্যাকশন’ নেবে সরকার। পরিস্থিতিকে আয়ত্ত্বে রাখতে ‘এসমা’ জারি করারও হুমকি দেন তিনি।এদিন এসএসকেএম-এ পৌঁছে মমতা বলেন, বলেন, যারা এই আন্দোলন চালাচ্ছেন সকলেই বহিরাগত। আমারা ধিক্কার জানাই। যারা এই হামলা চালিয়েছেন তাদের গ্রেফতার করা হয়েছে। অ্যাকশন নেওয়া হয়েছে। কিন্তু কর্মবিরতির জেরে সাধারণ মানুষ যেভাবে কষ্ট পাচ্ছেন তা মেনে নেওয়া যায় না। এরপরই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, চার ঘণ্টার মধ্যে বিক্ষোভ তুলে কাজে যোগদান করতে হবে। না হলে তাদের বিরুদ্ধে ‘স্ট্রং অ্যাকশন’ নেবে রাজ্য সরকার। একই সঙ্গে তিনি হুমকি দেন, কাজে না যোগ দিলে হোস্টেল খালি করে দেওয়া হবে। মমতা বলেন, অনেক পুলিশ মারা যান, তাই বলে পুলিশ কখনও স্ট্রাইক করতে পারে না। রোগী পরিষেবা যারা বন্ধ রাখবে, তাদের সরকার কোনও সাহায্য করবে না।এরপরেই আরও আন্দোলন জোরদার করার প্রস্তুতি নেন ডাক্তাররা। এনআরএস ও এসএসকেএমের আন্দোলনরত ডাক্তারদের প্রতিনিধি দল ইতিমধ্যেই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে সাক্ষাতে গিয়েছেন। এছাড়া গণ-ইস্তফার হুমকি দিয়েছেন তাঁরাও।
আজ গোটা রাজ্যের চিকিৎসা ব্যাবস্থার বেহাল দশা।কিন্তু সমস্যা বেড়েই চলেছে।