সম্প্রীতি যাপনে পড়শিকথার সেমিনার, বহরমপুরের গ্রান্ট হলে
নিজস্ব সংবাদদাতা.বহরমপুর:- আজ ২৯.০১.২০২৪ সোমবার, বহরমপুর গ্রান্ট হল সভাগৃহে সম্প্রীতি প্রয়াসে উদ্যোগী সামাজিক সংস্থা ‘পড়শিকথা’ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক সময়োপযোগী সেমিনার। এই সেমিনারের বক্তারা ছিলেন – প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার, আমেরিকা প্রবাসী লেখক, সমাজকর্মী ও সম্প্রীতি গড়ার নিবেদিত প্রাণ পার্থ বন্দোপাধ্যায়। সভাপতি আলিমুজ্জামান মহাশয়ের প্রারম্ভিক বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর পড়শিকথার লক্ষ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য পেশ করেন পড়শিকথা সম্পাদক, অনল আবেদিন।এর পর বক্তব্য রাখেন সৌমিত্র দস্তিদার। সৌমিত্র বাবু তাঁর বক্তব্যের মধ্যে বলেন কিভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ, মুসলিম মনন, সমাজ সংস্কৃতি ও খাদ্যাভ্যাস সম্পর্কে অজ্ঞেনতার অন্ধকারে নিমজ্জিত। আর এই অজ্ঞেনতার সুযোগ নিয়েই বিভেদকামি শক্তি মানুষের মধ্যে সদা সর্বদা ঘৃণার বিষবাষ্প বপন করে চলেছে। তিনি সকলের কাছে আহ্বান জানান ভারতবর্ষের চিরাচরিত সহাবস্থানের বাতাবরণ যারা নষ্ট করতে চাইছে, তাদের বিরুদ্ধে সকল মানুষকে একত্রিত হওয়ার।
এর পর বক্তব্য রাখেন বাংলাদেশের মানবাধিকার কর্মী জাকির হোসেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। তিনি আরো উল্লেখ করেন যে বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের উপর মিথ্যা নিপীড়নের খবর এই দেশে ছড়ানো হয়। তিনি এই মিথ্যা সংবাদ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সম্প্রীতির পরিবেশকে বজায় রাখার কথা বলেন।
পার্থ বন্দোপাধ্যায় তার বক্তব্যে তুলে ধরেন কিভাবে ফ্যাসিবাদ উগ্র হিন্দুত্বের আবেগ সৃষ্টি করে এবং মুসলিম বিদ্বেষের বাতাবরণ সৃষ্টি করে, দেশের বহুত্ববাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। শুধু তাই নয়, প্রাক্তন এই আর এস এস নেতা বলেন কেন তিনি আর এস এস এর সঙ্গ ত্যাগ করেন। আর এস এস এর ঘৃণ্য রাজনীতির গহ্বর থেকে তিনি কিভাবে আর এস এস কে দেখেছেন তা তিনি তুলে ধরেন । তিনি আরো উল্লেখ করেন ভারতবর্ষের আপামর সাধারণ মানুষকে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণ থেকে এবং এই ঘৃণ্য রাজনীতি থেকে রক্ষা করতে হলে সকলকে একজোট করে আন্দোলন শুরু করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি সাবলিল ভাবে সঞ্চলনা করেন, লেখক এবং ঐতিহাসিক প্রাবন্ধিক হাসিবুর রহমান। সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও ইতিহাস গবেষক আলিমুজ্জামান। স্বরচিত কবিতা পাঠ করেন কলেজ শিক্ষক সমিত মন্ডল । শিক্ষক সামসুল হালসোনার উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের শেষ পর্বে দীর্ঘ প্রশ্ন-উত্তর পর্বের শেষে, সভাপতি আলিমুজ্জামান সাহেবের সমাপ্ত ভাষণ দিয়ে সেমিনার শেষ হয়।