তাবরেজ আনসারীর ন্যায় বিচারের দাবিতে মুর্শিদাবাদে এসডিপিআই এর ধিক্কার মিছিল
নিজস্ব সংবাদদাতা, অয়ন বাংলা মুর্শিদাবাদ :- কেন্দ্রে পুনরায় ক্ষমতায় বিজেপি সরকার আসার পর থেকেই দেশব্যাপী উগ্র হিন্দুত্ববাদী শক্তির দৌরাত্ব বেড়েই চলেছে ।গোটা ভারতবর্ষে দলিত ও মুসলিমদের উপর আক্রমণ নিত্যনৈমিত্তিক ব্যাপার ।বিভিন্ন জায়গায় চোরের মিথ্যা অপবাদ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে হত্যা করা হচ্চে ।সর্বশেষ ঝাড়খন্ডের তাবরেজ আনসারী ও মালদা জেলার সেনাউল সেখকে পিটিয়ে হত্যা । পিটিয়ে হত্যার বিরুদ্বে শুরু হয়েছে গোটা দেশজুড়ে গণ আন্দোলন ।দেশজুড়ে দলিত ও মুসলিমদের পিটিয়ে হত্যার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলনে নেমেছে এসডিপিআই ।দেশের বিভিন্ন জায়গায় এসডিপিআই এর পক্ষ থেকে প্রতিবাদ করতে দেখা যাচ্চে। বুধবার মুর্শিদাবাদের রেজিনগরে এসডিপিআই এর পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।মিছিলটি গোটা রেজিনগর বাজার পরিক্রমা করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় ।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম ,জেলা কমিটির নেতা মাসুদুল ইসলাম সহ বিধানসভা নেতৃত্ব ।
অন্যদিকে রেজিনগরে বুধবার এক মুসলিম যুবকে হামলা করে একদল দুষ্কৃতী ।এই ঘটনা শোনার পর এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে উঠে ও অবিলম্বে দুস্কৃতিদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে ।ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ।পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবশেষে পথ অবরোধ তুলে নেই আমজনতা ।অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা না নিলে আগামী দিনে বড়সড় আন্দোলনের পথে যাবেন বলে জানান এসডিপিআই নেতৃত্ব ।
অন্যদিকে জয় শ্রী রামের নামে মুসলিমদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানান এসডিপিআই রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম ।পিটিয়ে হত্যার ও উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জাতিধর্ম নির্বিশেষে সকলকে রুখে দাঁড়ানোর আহব্বান জানান।মিছিল*
*অয়ন বাংলা মুর্শিদাবাদ* কেন্দ্রে পুনরায় ক্ষমতায় বিজেপি সরকার আসার পর থেকেই দেশব্যাপী উগ্র হিন্দুত্ববাদী শক্তির দৌরাত্ব বেড়েই চলেছে ।গোটা ভারতবর্ষে দলিত ও মুসলিমদের উপর আক্রমণ নিত্যনৈমিত্তিক ব্যাপার ।বিভিন্ন জায়গায় চোরের মিথ্যা অপবাদ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে হত্যা করা হচ্চে ।সর্বশেষ ঝাড়খন্ডের তাবরেজ আনসারী ও মালদা জেলার সেনাউল সেখকে পিটিয়ে হত্যা । পিটিয়ে হত্যার বিরুদ্বে শুরু হয়েছে গোটা দেশজুড়ে গণ আন্দোলন ।দেশজুড়ে দলিত ও মুসলিমদের পিটিয়ে হত্যার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলনে নেমেছে এসডিপিআই ।দেশের বিভিন্ন জায়গায় এসডিপিআই এর পক্ষ থেকে প্রতিবাদ করতে দেখা যাচ্চে। বুধবার মুর্শিদাবাদের রেজিনগরে এসডিপিআই এর পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।মিছিলটি গোটা রেজিনগর বাজার পরিক্রমা করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় ।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম ,জেলা কমিটির নেতা মাসুদুল ইসলাম সহ বিধানসভা নেতৃত্ব ।
অন্যদিকে রেজিনগরে বুধবার এক মুসলিম যুবকে হামলা করে একদল দুষ্কৃতী ।এই ঘটনা শোনার পর এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে উঠে ও অবিলম্বে দুস্কৃতিদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে ।ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ।পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবশেষে পথ অবরোধ তুলে নেই আমজনতা ।অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা না নিলে আগামী দিনে বড়সড় আন্দোলনের পথে যাবেন বলে জানান এসডিপিআই নেতৃত্ব ।
অন্যদিকে জয় শ্রী রামের নামে মুসলিমদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানান এসডিপিআই রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম ।পিটিয়ে হত্যার ও উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জাতিধর্ম নির্বিশেষে সকলকে রুখে দাঁড়ানোর আহব্বান জানান।