নিজস্ব সংবাদদাতা, অয়ন বাংলা:- আর মাত্র কয়েক ঘন্টা শুরু হতে সবচেয়ে বড় উৎসব ভোট উৎসবের দ্বিতীয় দফার ভোটগ্রহণ।রায়গঞ্জ লোকসভাই কাল ভোটগ্রহণ হবে আসুন দেখে নেওয়া যাক একনজরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের হাল হকিকত।
ভোটের আয়োজন
বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়ে যাবে দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটগ্রহন।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের ১৬২৩ টি বুথে ভোটগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করতে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজের ডিসিআরসি থেকে রওনা হচ্ছেন ৭৭০৯ জন ভোটকর্মী। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ১৫,৯৯,৯৪৮ জন ভোটার ভাগ্য নির্ধারন করবেন এই কেন্দ্রে দাঁড়ানো ১৪ জন প্রার্থী
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৬৪ কোম্পানি আধাসামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ। এই লোকসভা কেন্দ্রের ৭৮ শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।বাকি ২২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে ভোটগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সশস্ত্র পুলিশ।
মোট ভোটারঃ ১৫লক্ষ ৯৯ হাজার ৯৪৮ জন।
পুরুষ ভোটারঃ ৮ লক্ষ ৩০ হাজার ৩১৬ জন।
মহিলা ভোটারঃ ৭ লক্ষ ৬৯ হাজার ৫৮৪ জন।
তৃতীয় লিঙ্গঃ ৪৮ জন।
সাতটি বিধানসভাঃ
ইসলামপুর,গোয়ালপোখর, চাকুলিয়া,করনদিঘী,রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মুলতঃ লড়াই তৃণমূল ,কংগ্রেস আর সিপএমের মধ্যে।এই কেন্দ্রে তিনটি দলই সর্বশক্তি নিয়ে লড়াই এ নেমেছে।