আক্রান্ত সিদ্দীকুল্লাহ চৌধুরীর  কি বলল জমিয়ত প্রেস বিজ্ঞপ্তিতে দেখুন

Spread the love

জমিয়তের রাজ্য সভাপতি জনাব সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের উপর হামলা  কি বলল প্রেস বিজ্ঞপ্তিতে দেখুন

প্রেস বিজ্ঞপ্তি

জমিয়তের রাজ্য সভাপতি জনাব সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের উপর হামলা বন্ধ হোক টিএমসি দলের নামে লুঠতরাজ ও সন্ত্রাস বন্ধ করতে হবে পুলিশের নিষ্ক্রিয়তা কীসের ইঙ্গিত বহন করে তার জবাব দাও

আজ দুপুর ২টায় ৫ মিনিটে সরবেড়িয়া পেট্রোল পাম্প ও সংলগ্ন সড়কের উপরে জনাব চৌধুরী সাহেবের গাড়ি আটক করে প্রায় পনেরো-কুড়ি মিনিট ধরে স্থানীয় তৃণমূল নেতা শাহজাহানের উস্কানি ও পরিকল্পনায় গাড়ির উপর তারা চড়াও হয়। কোভিড পরিস্থিতির কোনো ধার না ধরে শত শত মানুষ দিয়ে সন্ত্রাসী চেহারা নিয়ে, ড্রাইভার আলির গাড়ির চাবি এমনকি পুলিশের গাড়ির চাবি কেড়ে নেওয়ার চাপ, জনাব চৌধুরী সাহেবের দেহরক্ষী সাবির ও উসমানকে মারধোর করে, জনাব চৌধুরী সাহেব গাড়ি থেকে নামলে দরজায় তাঁকে পিষে মারার চেষ্টা— এহেন এক ঘৃণ্য কর্মকান্ডে লিপ্ত হয় তারা। তৃণমূলের পতাকা ধরে তারা বলে, আমরা তৃণমূলের কর্মী গাড়ি লুঠ করেছি, বেশ করেছি। এখানে ত্রাণ বিলি হবে না। উল্লেখ্য, ইতিমধ্যে প্রায় চারশ’ পরিবারের জন্য চাল, আলু, পেঁয়াজ, ত্রিপল, শাড়িসহ ত্রাণসামগ্রীবাহী গাড়ি (গাড়ির নং-WB25D5030) কলকাতার জমিয়ত ভবন থেকে সরবেড়িয়া যাওয়ার পথে দুপুর একটার সময় ওখানকার গুন্ডারা সবকিছু লুঠ করে নিয়ে যায়। সেই খবর জনাব চৌধুরী সাহেব নিজে নবান্নের ডিজি কন্ট্রোলে এবং তাঁর একান্ত সচিব প্রদীপ আগরওয়াল এসডিপিও বসিরহাটকে জানিয়ে ওখানে যাওয়ার কথা বলেন। এসডিপিও জানান যে, ওখানে স্থানীয় থানার পুলিশ থাকবে। কিন্তু বাস্তবে ওরা ওখানে ছিল না। সব জেনে ওঁরা আড়ালে আত্মগোপন করেছিল। এদিকে, জনাব চৌধুরী সাহেব ওই দুষ্কৃতীদের বলেন, আমরা সারা রাজ্যে ত্রাণ দিই। জনগণের স্বার্থে ত্রানসামগ্রী ফেরৎ দিন। ওরা বলে, তুই নেমে আয়। এখানে শাহজাহানই শেষ কথা। আমরা জানি, তুই মন্ত্রী। কিন্তু এখানে কোনো মন্ত্রী-টন্ত্রী চলবে না। আমরা যা করেছি, ঠিক করেছি। বেশি বাড়াবাড়ি করলে তোকে মেরে ফেলব। ওদের মধ্যে অনেকে এর মধ্যে গাড়িতে সজোরে আঘাত করতে করতে জনাব চৌধুরী সাহেবের দিকে মারমুখী হয়ে তেড়ে এলে নিরাপত্তারক্ষীরা ওঁকে বলেন, স্যার, আপনি গাড়িতে বসুন; নইলে ওরা আপনাকে দরজায় পিষে মেরে দেবে। তিনটি গাড়ি ভর্তি সশস্ত্র পুলিশ থাকলেও তাদের সিংহভাগ (১৫-২০ জন) নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন। মাত্র তিনজন সাব-ইনস্পেক্টর গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তাঁরা গাড়িতে বসে আমোদ-প্রমোদ করার পরিবর্তে গাড়ি থেকে নামলে দুষ্কৃতীরা কোনোভাবে এই সাহস পেত না। পুলিশের এই নিষ্ক্রিয়তা দুষ্কৃতীদের নৈরাজ্যের জন্য কতটা সহায়, সেটা নিশ্চয় পশ্চিমবঙ্গ সরকার সহজেই অনুধাবন করতে পারবে। জনাব চৌধুরী সাহেবের উপর এভাবে বারংবার হামলা হবে কেন? তাঁর নিরাপত্তায় বা এত খামতি কেন? কর্তব্যরত পুলিশকর্মীরা নিষ্ক্রিয় ছিল কেন? এ প্রশ্নগুলির সদুত্তর প্রয়োজন। সিপিএমের শাসনামলেও জমিয়ত ত্রাণ দিয়েছে। কিন্তু জমিয়তের ত্রাণে হাত দেওয়ার দুঃসাহস সিপিএমও দেখায় নি।

চল্লিশ বছর ধরে জনাব চৌধুরী সাহেবের কর্তব্যের অন্যতম দিক হল— রাজ্যজুড়ে দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। তিনি মরে গেলেও একাজ থেকে বিরত হতে পারবেন না। জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব প্রথমে জমিয়তের রাজ্য সভাপতি তারপরে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। এরকম সম্মানিত ব্যক্তিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অপমানিত করবে, মারবে তা আমরা মেনে নিতে পারব না। সিপিএমের আমলে আমরা মেনে নিই নি, এখনো মেনে নেব না। এর বিরুদ্ধে রাজ্যজুড়ে আগামীকাল ১৭ই জুলাই শনিবার প্রতিটি শাখায় জমিয়ত কর্মীরা অনুর্ধ্ব পঞ্চাশ জন জমিয়তের পতাকা ধরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রদর্শন করে তা ভিডিও রেকর্ডিং করে সর্বত্র ছড়িয়ে দেবেন। এই গুন্ডামি বন্ধ হওয়া প্রয়োজন। দোষীরা শাস্তি পাক। জনাব চৌধুরী সাহেবকে মন্ত্রীসভায় যাওয়ার সুযোগ জমিয়তের রাজ্য কমিটি দিয়েছে বারংবার অপমানিত হওয়ার জন্য নয়। এহেন ন্যক্করজনক ঘটনার সবটাই পুলিশ প্রশাসনের নখদর্পণে। আমরা মূল পান্ডা শাহজাহানসহ তার সহযোগী জিয়াউদ্দিন, শফিকুল, রাজুসহ অন্যান্যদের গ্রেফতারির দাবি জানাচ্ছি।

(মুফতি আব্দুস সালাম)

সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.