ভাট পাড়ায় যা দেখলাম

Spread the love

অয়ন বাংলা ও তায়েদু ইসলাম এর প্রতিবেদন

অয়ন বাংলা,ভাটপাড়া:- আজ উত্তর ২৪ পরগণার ভাটপাড়া ঘুরে এলাম।কাঁকিনাড়া স্টেশনে নেমে আক্রান্ত এলাকা পরিদর্শন করে জগদ্দল স্টেশনে ট্রেন ধরে ফিরে এলাম। মুসলিম, অমুসলিম, তৃণমূল, বিজেপি,মহিলা , পুরুষ, বিভিন্ন বয়স ও পেশার কিছু লোকের সাথে কথা বলে যা বুঝলাম

ক। মুসলিম, অমুসলিম উভয়ের কমবেশি শতকরা আশি ভাগ অবাঙালি। বাকিরা বাঙালি। শিল্পাঞ্চল এলাকা। প্রায় সবাই শ্রমিক। গত লোকসভা ভোটের আগে পর্যন্ত কোন সমস্যা ছিল না। শেষ পর্যায়ের ভোটের আগে থেকে সমস্যা শুরু। ভোটের ফল প্রকাশ এর পর থেকে পরিস্থিতি খারাপ হয়ে যায়। দুই জন মুসলিম তৃণমূল ও একজন অমুসলিম বিজেপি মারা যান।
খ। আগে যখন রাজনৈতিক মারামারি হয়েছে উভয় পক্ষেই মুসলিম, অমুসলিম মানুষ থেকেছে। এবার বিজেপি পক্ষের সবাই অমুসলিম। তৃণমূল পক্ষের সবাই মুসলিম। কয়েকজনকে সরাসরি প্রশ্ন করি ” বিজেপি আক্রমণ করেছে এমন একজন অমুসলিম তৃণমূল সমর্থকের নাম বলতে পারেন” ? উত্তরে স্পষ্ট করে বলছে ” সব হিন্দুই বিজেপি হয়ে গেছে। কোন হিন্দু আর তৃণমূলে নেই”।
গ। সবাই দেখছে বিজেপি মারছে তৃণমূলকে। আক্রান্তরা বলছে হিন্দুরা মারছে মুসলিমদের।

ঘ। আগে এলাকার সব মস্তান,গুন্ডা,তোলাবাজরা ছিল তৃণমূলে। নেতৃত্বে ছিল মদন মিত্র এবং অর্জুন সিং। লোকসভায় বিজেপির জয়ের পর সব মস্তান গুন্ডা তোলাবাজরা বিজেপিতে চলে যায়। ফলে মদন মিত্র অসহায় হয়ে পড়ে। ফলে তৃণমূল কোন রক্ষা করতে পারছে না।
ঙ। প্রথমে কেন্দ্রীয় বাহিনী ছিল ।তারা কোন সক্রিয় ভূমিকা পালন করেনি। পরে রাজ্য বাহিনীও একই রকম ভূমিকা পালন করে। বর্তমানে ভাল ভূমিকা পালন করছে। এলাকার সাংসদ, বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান সবাই বিজেপির হওয়ার কারণে নিরপেক্ষ শক্ত ভূমিকা পালন করতে পুলিশের সমস্যা হচ্ছে।
চ। অর্জুন সিং একজন কারখানা মালিক। নামে বেনামে বেশকিছু কারখানার মালিক।
ছ। এলাকা থমথমে। মুসলিমরা এখনও ভয় ও আতঙ্কে আছেন। এটা কাটানোর জন্য তৃণমূল ও বিজেপির যৌথ প্রয়াস দরকার। যাদের বাড়ি ঘর লুটপাট ও পুড়ে শেষ হয়ে গেছে তাদের কাছে এখনও কারো কাছ থেকে কোন সাহায্য পৌঁছায়নি। না পৌরসভা ,না রাজ্য সরকার, না কেন্দ্রীয় সরকার। অবিলম্বে ভস্মীভূত হয়ে যাওয়া বাড়ি নির্মাণ করে দেওয়া দরকার। বসবাসের প্রাথমিক জিনিসপত্র দেওয়া দরকার।আয়ের জন্য কাজ দেওয়া দরকার।
জ। বিজেপি ও তৃণমূল আন্তরিক ভাবে না চাইলে এলাকায় স্থায়ী শান্তি স্থাপন করা যাবে না।
ভাটপাড়া,
66/1, R..L.B Lane
P.o-Baruipara
BC no-22
Jaggadal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.