ওয়েব ডেস্ক:- প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট । আসুন দেখে নেওয়া যাক সম্ভাব্য মেধাতালিকা ।
মাধ্যমিক রেজাল্ট 2020 : এক নজরে।রেজাল্ট প্রকাশিত হল পরীক্ষার ১৩৯ দিন পরে।
মোট পরীক্ষার্থীছিল – ১০লক্ষ ৩ হাজার ৬৬৬ জন। ছাত্র – ৪ লক্ষ ৩৭ হাজার ৯৯৮
ছাত্রী – ৫ লক্ষ ৬৫ হাজার ৬৬৮।ছাত্রী সংখ্যা ১২.৭২ % বেশি অর্থাৎ ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি।
সফল হয়েছেন – ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন অর্থাৎ ৮৬.৩৪%
মার্কশিট দেওয়া হবে ২২ ও ২৩ শে জুলাই স্কুলে থেকে অভিভাবকদের হাতে।
মেধা তালিকার কিছু উল্লেখযোগ্য অংশ :
প্রথম :অরিত্র পাল(৬৯৪) মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউট,পূর্ব বর্ধমান।
দ্বিতীয় : সায়ন্তন গড়াই (৬৯৩)বাঁকুড়া ওন্ডা হাই স্কুল) ও
অভিক দাস (৬৯৩)কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট
তৃতীয় :সৌম্য পাঠক( ৬৯০)বাঁকুড়া কেন্দুয়া হাই স্কুল ,দেবস্মিতা মহাপাত্র (ভবানীচক হাই স্কুল পূর্বা মেদিনিপুর ) অরিত্র মাইতি (রহড়া রামকৃষ্ণ মিশন) ও অগ্ধিভ সাহা (বীরভূম জেলা স্কুল)
পন্চম : বিভা বসু মন্ডল (গোরাবাজার আই সি আই, বহরমপুর)
ষষ্ঠ : রাজীবুল ইসলাম (বীরভূম জেলা স্কুল)
সপ্তম : কান্দি রাজ হাইস্কুল মুর্শিদাবাদ।
সপ্তম : সহিদ মহম্মদ তামিম বেণুপাঠক চক হাইস্কুল হাওড়া (আল আমিন মিশনের)
অষ্টম : নাজমিন আজাদ (বামুন গাম হাইস্কুল, মালদহ)
অষ্টম : মোঃ তাহিনুজ্জামান (মালদহ, আল আমিন এর)
মহাজন দেবনাথ (বহরমপুর জগন্নাথ একাডেমী মুর্শিদাবাদ)
দশম : জুনায়েদ হোসেন (বীরভূম)
দশম : সেখ পারভেজ (বর্ধমান)
দশম : চয়নিকা মূর্মূ (প্রণবানন্দ বিদ্যাপীঠ, মুর্শিদাবাদ)
(ডেটেইলস মোট ৮৪ জনের একটু পরে দিচ্ছি)