স্বার্থপর দৈত্যের পার্কে, আজ থেকে কচিকাচাদের কোলাহল! পুজোর আগে আবারো নবরূপে স্বমহিমায় লুপ্তপ্রায় সিনেমা হলগুলি
সমীর দাাস ,নদীয়াা:- দীর্ঘ ছয় মাস পর সিনেমা হল খুলতে চলেছে আজ l দর্শকের সময়ের অভাবে বিজ্ঞানের কল্যাণে বাড়িতে বসেই সিনেমা দেখার ব্যবস্থা হওয়ার পর জেলার বেশিরভাগ সিনেমা হল বন্ধ থাকলেও রানাঘাট, চাকদহ, নবদ্বীপ কল্যাণী সহ বেশকিছু সিনেমা হল বন্ধ হয়ে যায় করোনা সংক্রমণ ও লক ডাউনের জন্য। ফলে সিনেমা হলের কর্মচারী সহ হলের কর্মচারিদের অবস্থা খুবই ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল l অবশেষে রাজ্য সরকার আজ পয়লা অক্টোবর থেকে সমস্ত সিনেমা হল খোলাতে খুশি কর্মচারিরা ।হলে চলছে ধোয়াপোচা সিনিটিরাইজ এবং নানা কাজ l স্যানিটাইজ করার পর আবার নতুন ভাবে নব রূপে বিলুপ্তপ্রায় জেলার দু-একটি সিনেমা হল l পুজোর আগে হল খুলে যাওয়াতে দর্শকদের ভিড় ভালো হবে বলে আশাবাদী সিনেমা হল কর্তৃপক্ষ l বিজ্ঞানের সুফল হিসাবে ঘরে বসেই বিভিন্ন ডিভাইসে সেবা দেখলেও একশ্রেণীর দর্শক মনে করেন সিনেমা হল এখনও অদ্বিতীয়, সে সাধ বাড়িতে পাওয়া যায় না। তাই ভারতী, সঙ্গীতা, রানাঘাট টকিজ, শ্রীকৃষ্ণ, নামগুলো সাথে জড়িত বহু স্মৃতি আজও ভুলতে পারিনি সিনেমা প্রেমীরা।
অন্যদিকে কিছুদিন আগে বিভিন্ন রাষ্ট্রীয় উদ্যান খোলার ফলে খুশি হয়েছেন প্রেমিক-প্রেমিকা গন। কিন্তু পরিবারের খুঁজে সদস্যদের ছিল মুখ ভার! আজ থেকে তাদের মুখে হাসি ফুটেছে। জেলার সমস্ত পার্ক খুলে যাচ্ছে। করোনা নামক স্বার্থপর দৈত্য হয়তো বিদায় নিচ্ছি ধীরে ধীরে।