কান্দী বিধানসভার বাম কংগ্রেস জোটের প্রার্থী শফিউল আলম খান প্রচার একেবারে চায়ের দোকানে গিয়ে তৃণমূল প্রধান কে ভোট দেওয়ার আবেদন
জৈদুল সেখ,অয়ন বাংলা , কান্দী:- সোমবার দুপুর থেকেই ৬৮ কান্দী বিধানসভার অন্তর্গত জীবন্তি, , লক্ষ্মী নারায়ণ পুর , চেকপোস্ট, দুর্গাপুর সহ ১০ টির বেশি গ্রাম এবং বাজারে বিরাট মিছিল করে প্রচার শুরু হয়, কংগ্রেসের পাশাপাশি বামপন্থী সমর্থকদের প্রচারে ঝড় দেখাগেল।
এদিন সকলকেই তাক লাগিয়ে একেবারে তৃণমূলের প্রধানের কাছে আবেদন
দাদা আমি জানি আপনি অন্যদলের সমর্থক, কিন্তু এবার ভোটে আমাকে ইকটু দেখবেন,
এক গাল হাসি দিয়ে প্রধানের উত্তর হ্যাঁ দেখব! ভালো থাকবেন।
এখানে বাম মোর্চার জোটের পার্থী শফিউল আলম খানের সম্প্রীতি দেখে অনেকেই বাহ বা দিয়েছেন।
তাছাড়া পাড়ায় পাড়ায়
জোটের পক্ষ থেকে মানুষের কাছে বার্তা দিচ্ছেন
কান্দিতে সংযুক্ত মোর্চা জয়ী হলে যেগুলো বাস্তবায়িত হবেই–
বালি সিন্ডিকেট রুখতে চাই। কান্দি মাস্টার প্ল্যান চাই।
আন্দুলিয়া থেকে চৌড়িগাছা স্টেশন ১২ কিলোমিটার রাস্তা যাতায়াত করার জন্য ব্রিজ গুলোকে চালু করতে হবে।
কান্দি তে গার্লস কলেজ পলিটেকনিক কলেজ চাই।
নামে খাতায় নয় সত্যি করে কান্দি মহকুমা হাসপাতাল কে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করাই সংযুক্ত মোর্চার লক্ষ্য।
কান্দিতে সংযুক্ত মোর্চার প্রার্থী বিদায়ী বিধায়ক শফিউল আলম খান, তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার (ডেভিড)। এলাকাতে দুই প্রার্থীরই সংগঠন বেশ মজবুত। কিন্তু কান্দি শহর বাদে গ্রামীণ এলাকার ভোটে দখল রয়েছে শফিউলেরই। অন্যদিকে হিন্দু ভোটে এবার থাবা বসাবে বিজেপি। কান্দির মুসলমান ভোটের সিংহভাগ যাবে শফিউলের ঝুলিতে, একাংশ যাবে তৃণমূলে। এখানে বামেদের ভোট যেহুতু বড়ো ফাক্টর সেহেতু ভাল ফল হওয়ার সম্ভাবনা সংযুক্ত মোর্চার প্রার্থীরই।
এখন দেখার বিষয় মানুষ কি রায় দেয়, বোঝা যাবে ২ রা মে।