শাহরুখ পুত্র আরিয়ান খান জামিন পেলেন,কে এই তুখোড় আইনজীবি

Spread the love

 

শাহরুখ পুত্র আরিয়ান খান জামিন পেলেন,কে এই তুখোড় আইনজীবি

অভিজ্ঞ মুকুল রোহতগির তুখড় যুক্তিতে জেলমুক্ত আরিয়ান খান, দিওয়ালির আগে খুশির আলো মন্নতে

ওয়েব ডেস্ক  ডেস্ক: – দিওয়ালির  আগেই ঘর আলো করে মন্নতে ফিরতে চলেছেন শাহরুখপুত্র আরিয়ান খান । মাদক মামলায় প্রায় ২৬ দিন হেফাজতে থাকার পর শেষমেশ বৃহস্পতিবার মুম্বই হাই কোর্টে জামিন পেলেন আরিয়ান। তবে এখনও আইনি প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। তাই বৃহস্পতিবারও তাঁকে থাকতে হবে জেলে।

২ অক্টোবর আটক। ৩ অক্টোবর গ্রেপ্তার। তারপর থেকেই বারবার নানা কারণে আদালতে খারিজ হয়েছে আরিয়ানের জামিন। নিম্ন আদলাতে আরিয়ানের আইনজীবী ছিলেন সতীশ মানশিণ্ডে। তারকাদের আইনজীবী হিসেবে বেশ জনপ্রিয় সতীশ। তবুও আরিয়ানের জামিন মামলা যেন সামলাতে পারছিলেন না তিনি। ২৬ অক্টোবর গোটা কাণ্ডে একেবারে হিরোর মতো এন্ট্রি নেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। তবে সেদিন আরিয়ানকে জামিন করাতে পারেননি মুকুল। এমনকী, ২৭ অক্টোবরের শুনানিও স্থগিত হয়। অবশেষে বৃহস্পতিবার আরিয়ানের জামিন হওয়ার পরই স্বস্তির নিশ্বাস ফেলেন মুকুল। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘আমি খুব খুশি শাহরুখের ছেলে আরিয়ান জামিন পেল।’

প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগির  কর্মজীবন সাফল্যে ভরা। মুকুল রোহতগি গুজরাট দাঙ্গা মামলায় তৎকালীন সরকারের তরফে মামলা লড়েছিলেন। তখনও সাফল্য এসেছিল। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনও করেছেন মুকুল । এমন এক অভিজ্ঞ আইনজীবীর হাতে মামলা এলে, তাতে যে সাফল্য আসবে তা হয়তো জানতেন শাহরুখও। তাই তো আরিয়ানের জামিন পাওয়ার পর সব দুশ্চিন্তা উড়িয়ে উজ্জ্বল হাসি দেখা গেল বাদশার মুখে!

২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শোনা যায়, এনসিবি’র সেই টিমের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে । কর্ডেলিয়া ক্রুজের পার্টি থেকেই আরিয়ান ও তাঁর সঙ্গীদের আটক করা হয়। বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর শাহরুখপুত্রকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

সৌজন্য :- সংবাদ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.