নব আঙ্গিকে শকুন্তলা : কোলকাতা রঙ্গশীর্ষ-এর নাট্য
বন্দনা দাস : গত ১৯শে নভেম্বর ফিটা আয়োজিত অন্তরঙ্গ নাট্যোৎসবে মঞ্চস্থ হলো কোলকাতা রঙ্গশীর্ষ প্রযোজিত ক্লাসিক্যাল নাটক ‘অন্য শকুন্তলা’ । নাটকের মূল উৎস মহাকবি কালিদাস এবং সেলিম আল দিন । পরিমার্জনা ও নির্দেশনায় মনোজিৎ মিত্র । নাটকটিতে শকুন্তলা চরিত্রে পৃথা ভট্টাচার্য্যের অভিনয় চমকপ্রদ । মূলত নাটকটিতে শকুন্তলাকে এক নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন নির্দেশক। শকুন্তলার চিরচারিত গল্প থেকে সরে এসে এখানে সত্যিই অন্য রূপের শকুন্তলাকে নিয়ে যে ভাবনা সেটাই অনন্য। শকুন্তলার জন্ম রহস্য ও রাজা দুষ্মন্তের শকুন্তলাকে পরিত্যাগ – এই দুই মিলে শকুন্তলার দুঃখ-কষ্ট তথা আত্ম-অভিমান অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী তাঁর অসাধারণ দক্ষতা দিয়ে। এর সাথে শকুন্তলার দুই সত্তাকেও মঞ্চে অসাধারণ আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থিত করেছেন নির্দেশক । দুই সত্তার ভূমিকায় প্রীতি চৌধুরী ও শুভ্রজিৎ মুখার্জি অভিনয় করেছেন এবং দুজনেই যথাযত চেষ্টা করেছেন । প্রীতি চৌধুরীর আঙ্গিক অভিনয় বেশ ভালো । তবে নেতিবাচক সত্তার ক্ষেত্রে শুভ্রজিৎ মুখার্জির আরেকটু আবেগের বহিঃপ্রকাশ হলে হয়তো নাটকটি আরো দৃষ্টি নন্দন হতো । নাটকটির আবহ ছিল যথাযথ । আবহ প্রক্ষেপণে ছিলেন সৌরভ আচার্য্য । বিশেষ করে নাটকটির শুরুতে এবং শেষে সংস্কৃত শ্লোকের ব্যবহার দর্শক মনে এক গভীর ছাপ ফেলে । মূলত এখানেই নির্দেশক বাজিমাত করেছেন । সর্বোপরি নির্দেশকের সু-কৌশল,আবহ বিন্যাস এবং অভিনেতাদের অভিনয়ের নৈপুণ্যতায় নাটকটির প্রথম মঞ্চায়ন সফল বলা চলে। রঙ্গশীর্ষের সফলতা কামনা করি । আশা করি তাদের এই প্রয়াস আরো মানুষ ভালবাসুক এবং মানুষকে ভাবতে শেখাক ।