রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদ :- ২০২২ শিক্ষাবর্ষে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হল সোমবার । পরীক্ষার ফল ঘোষণা হতেই খুশির হাওয়া মুর্শিদাবাদের লালগোলায়। পরীক্ষায় রাজ্যের মধ্যে পঞ্চম ও জেলায় প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার রহমতুল্লা হাই মাদ্রাসার ছাত্রী সিয়াতুন নেশা এবং জেলায় দ্বিতীয় হয়েছে মুস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত লালগোলা রহমাতুল্লা হাই মাদ্রাসার ছাত্রী সিয়াতুন নেশা জেলায় প্রথম এবং রাজ্য পঞ্চম স্থান অধিকার করেছে সিয়াতুন নেশার প্রাপ্ত নম্বর ৭৬৯। আবার এই ইস্কুলে ছাত্র মুস্তাফিজুর রহমান জেলায় যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। মুস্তাফিজুর রহমানের প্রাপ্ত নম্বর ৭৬৮ ।
খবর পেয়েই লালগোলা পঞ্চায়েত প্রধান অজয় ঘোষ এর উদ্যোগে ব্লকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। ওই ছাত্র ছাত্রীদের বাড়ি গিয়ে তাদের সংবর্ধনা দিয়ে তাদের মিষ্টি মুখ করান প্রধান অজয় ঘোষ। পাশাপাশি ভবিষ্যতে পড়াশোনার জন্য সবরকম ভাবে পাশে থাকার বার্তা দেন তিনি ।
জেলায় প্রথম স্থান অর্জন করে তিনি প্রথমে তার শিক্ষা গুরুদের ধন্যবাদ জানান ও আগামী দিনে ভালো ডাক্তার হতে চাই বলে জানান, পরিবারের সকলে আনন্দে আত্মহারা বাড়ির মেয়ের সাফল্যে। সিয়াতুন নেশার সাফল্যে খুশির হাওয়া গোটা জেলা সহ শিক্ষক মহলের।