নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীকে নিয়ে জেলার রাজনীতি এখন সরগরম । এরই মাঝে হঠাৎ ই বেলডাঙ্গায় হাজির শুভেন্দু অধিকারী ,অথচ কোন খবর জেলা নেতৃত্বের কাছে । ঝটিকা সফরে মুর্শিদাবাদের বেলডাঙায় পৌঁছলেন শুভেন্দু অধিকারী। অথচ তৃণমূল কংগ্রেস বা জেলা প্রশাসনের কাছে কোনও খবরই ছিল না। সেখানে গিয়ে বিজয়া দশমীতে ভাসানে গিয়ে নৌকাডুবিতে মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন শুভেন্দু অধিকারী।
আগামী রবিবার ৮ তারিখ মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে স্মরণ সভা প্রাক্তন জেলাপরিষদের কমাধ্যাক্ষ ও ব্লক তৃণমূল সভাপতি মফিজদ্দিন মন্ডলের ,জেলাপরিষদের উদ্যেগে এই বিষয়ে চলছে এই বিষয়ে রাজনৈতিক চাপান উতর ।সব মিলিয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে জেলার রাজনীতি এখন উত্তপ্ত । এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান বললেন “পার্টির ব্যানারে সভা করতে হবে , যে কোন সভাই করতে হবে পার্টির ব্যানারে .কারণ একটাই নেত্রী মাননীয়া মমতা ব্যার্নাজী। ”
মুর্শিদাবাদের খড়গ্রাম পরিচিত নাম মফিজ উদ্দিন মন্ডল তিনি ছিলেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ তার অকাল মৃত্যুতে জেলা পরিষদ একটি খড়গ্রাম এ স্মরণসভার আয়োজন করছে এবং এই স্মরণসভায় আসতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই কথাটি সংবাদমাধ্যমকে জানান জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল।কিন্তু এই স্মরণ সভা কে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সভার ডাক দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান এবং উপস্থিত থাকার জন্য বলা হয় জেলা পরিষদের সদস্যদের কিন্তু সেই সংখ্যাও ছিল অনেকটাই কম বলে ধরা হচ্ছে এছাড়াও উপস্থিত ছিলেন জেলার কিছু বিধায়কেরা তবে আবু তাহের খানের বক্তব্য খড়গ্রাম স্মরণ সভা হবে দলীয় পতাকার ব্যানারে অথচ এই আলোচনা সভায় অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন এবং জেলার তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটর সৌমিক হোসেন।এছাড়াও আসেননি আরও বেশকিছু বিধায়ক জেলা সভাপতির বক্তব্য সকলকে জানানো হয়েছিল ,তাদের নিজের নিজের ব্যক্তিগত কাজে বাইরে আছেন বলে তার আসতে পারেন নি ।এখানে প্রশ্ন তাহলে আগামী ৮ তারিখ জেলা পরিষদের উদ্যোগে যে হবে স্বরণসভা হবে সেটা কি দলীয় পতাকার ব্যানারে হবে ? এখন সেটাই দেখার !
পূর্ব মেদিনীপুরে ‘আমরা দাদার অনুগামী’র একের পর এক সভা করে চলেছেন শুভেন্দু অধিকারী। সেগুলির সঙ্গে দলের কোনও যোগই নেই। সেভাবেই শুক্রবার শুভেন্দু হাজির হলেন মুর্শিদাবাদের বেলডাঙায়। তাঁর সফরের আগাম খবর ছিল না দল বা প্রশাসন কারও কাছেই।
বিজয়া দশমীতে ঠাকুর ভাসান দিতে দিয়ে বেলডাঙায় মৃত্যু হয় ৫ জনের। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে এ দিন ২ লক্ষ টাকার চেক তুলে দেন শুভেন্দু অধিকারী। ভারত সেবাশ্রমের মহারাজের সঙ্গেও দেখা করেন।
শুভেন্দু অধিকারী জেলায় যাচ্ছেন অথচ তৃণমূল নেতৃত্ব জানে না, তা বেশ তাৎপর্যপূর্ণ। এতে শুভেন্দুর অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়ল। শুভেন্দু কি বিজেপিতে যাচ্ছেন? স্পষ্ট জবাব দেননি অমিত শাহ। বলেন,”অনেকেই যোগ দিতে চান। দীর্ঘ তালিকা। কারও সঙ্গে আমার কথা হয়নি।”