এস আই ও তীব্র প্রতিবাদ জানিয়ে বলল জেএনইউ-তে গেরুয়া সন্ত্রাস ইতিহাসের লজ্জাজনক অধ্যায়, প্রতিরোধ গড়ে তুলতে হবে

Spread the love

জেএনইউ-তে গেরুয়া সন্ত্রাস ইতিহাসের লজ্জাজনক অধ্যায়, প্রতিরোধ গড়ে তুলতে হবে

ওয়েব ডেস্ক,অয়ন বাংলা:- গতকাল সন্ধ্যায় জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে এবিভিপির গুন্ডাবাহিনী যে নারকীয় আক্রমণ চালায় তা অত্যন্ত লজ্জার এবং নিন্দনীয় ঘটনা। জেএনউ (JNU) ছাত্র সংসদ সভাপতি ঐশী ঘোষ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেন সহ বহু ছাত্রছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকা ব্যাপক ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা এই ঘটনাকে শিক্ষাঙ্গনের ইতিহাসে এক কালো অধ্যায় বলে মনে করে। সংগঠনের রাজ্য সভাপতি ওসমান গনি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “প্রথমে জামিয়া মিলিয়া, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপর রাষ্ট্রীয় সন্ত্রাসের পর জেএনইউ-এর উপর পুলিশের সাহায্য নিয়ে এবিভিপির গেরুয়া সন্ত্রাসীদের হামলা প্রমান করে তাদের এখন মূল টার্গেট শিক্ষার্থী আর শিক্ষাঙ্গন।” তিনি এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, শিক্ষাঙ্গনে এবিভিপি-র সন্ত্রাসী রাজনীতি করার কোন অধিকার নেই। অবিলম্বে জেএনইউ-তে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই ঘটনায় পুলিশের নীরব দর্শকের ভূমিকাকে তিনি রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করেন।

দেশের সমস্ত শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে বিজেপি ও তার পোষা গুন্ডাবাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে তিনি আহ্বান জানান।

One thought on “এস আই ও তীব্র প্রতিবাদ জানিয়ে বলল জেএনইউ-তে গেরুয়া সন্ত্রাস ইতিহাসের লজ্জাজনক অধ্যায়, প্রতিরোধ গড়ে তুলতে হবে

  1. দুর্ভাগ্যজনক। যারা ছাত্রদের উপর এমন হামলা করছেন তাদের নিন্দায় করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.