সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্ট শিক্ষামূলক আলোচনাসভা

Spread the love

সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্ট শিক্ষামূলক আলোচনাসভা

ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, বারাসাত:
সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্ট আয়োজিত উত্তর ২৪ পরগনা জেলা মিটিং অনুষ্ঠিত হয় বারাসাত ওয়াকফ পরিষেবা কেন্দ্রে, জনাব আব্দুল আজিজ আনসারী সাহেবের কেরাত পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সংগঠনের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান মহান সৃষ্টি কর্তাকে শুকরিয়া আদায় করে বলেন সিরাত,বিশিষ্ট কথা সাহিত্যিক, অধ্যাপক ড. সোহারাব হোসেনের মস্তিষ্ক প্রসুত একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘ ৪ বছর ধরে ধারাবাহিক ভাবে শিক্ষা, সেবা ও সংস্কৃতি মুলক কাজ করে চলেছে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মুল স্রোতে ফিরিয়ে আনার জন্য স্কলারশিপ, পুস্তক দান, ভর্তি ফি, মেধা পরীক্ষা, সেমিনার, আবৃত্তি, ক্যুইজ, মোটিভেশনাল ক্লাস, আর্ট অ্যান্ড কালচার সেন্টারের মাধ্যমে অঙ্কন প্রশিক্ষন, আরবী মক্তব শিক্ষা বিনামুল্যে দেওয়ার ব্যবস্থা চলছে।এছাড়া রক্তদান শিবির, বস্ত্রদান, ইফতার মজলিশ, বিশ্ব নবী সঃ এর উপর ইসলামী সেমিনার অনুষ্ঠান হয়।

সংগঠনের জেলা সম্পাদক সেখ সাবির আলি বলেন আমাদের সংগঠেনের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব আবু সিদ্দিক খান সাহেবের সুদুরপ্রসারী চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্যকে সমাজে বাস্তবায়ন করা ও সিরাতের কাজ কর্মকে জেলার সর্বস্তরে পৌঁছে দেওয়া পাশাপাশি কর্মীদের উতসাহ দেওয়ার লক্ষে আজ এই জেলা মিটিং। সংগঠনের বর্তমান সভাপতি ও প্রবীণ শিক্ষক সেখ আবু তালেব বলেন মিটিং এ সিদ্ধান্ত হয় আগামি ১৮ আগষ্ট কলকাতা উর্দু অ্যাকাডেমিতে পশ্চিমবঙ্গ মাদ্রসা শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদ অধীন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আলিম, ফাজিল এবং হাই মাদ্রাসা পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের স্কলারশিপ, পুস্তক, শংসাপত্র, মেডেল, মেমোন্ট ইত্যাদি প্রদাঅনুষ্ঠান করা হবে। অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মন্ত্রী, সাংসদ, শিক্ষাবিদ ও সমাজকর্মীদের আমান্ত্রণ জানানো হবে।

সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১০ নভেম্বর, সিরাত ট্যালেন্ট সার্চ এক্সাম-২০১৯, ক্লাস (i – x) অনুষ্ঠিত হবে। পুস্তিকা প্রকাশ করা হবে। এছাড়া মিটিং এ বক্তব্য রাখেন, সহ সম্পাদক ইসমাইল মন্ডল, প্রবীণ শিক্ষক রওশান আলি, শিক্ষক মাহমুদুল হক, রিয়াজুল ইসলাম রাজু , ওয়াসিম আক্তার, মিরাজুল ইসলাম, কবিরুল ইসলাম, সাজ্জাদ আলি, সেখ সফিকউদ্দিন, রাকিবুল ইসলাম প্রমুখ, কার্যকরী সভাপতি আব্দুল আজিজ আনসারীর দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.