নিউজ ডেস্ক, বারাসত:- বাংলায় কংগ্রেস কে শক্তিশালী করতে আসরে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তৃণমূলের পথেই এবার কংগ্রেস! দলকে শক্তিশালী করতে জেলায়-জেলায় কর্মসূচি নিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার বারাসতে এক দলীয় কর্মসূচিতে এমনই অকপট স্বীকারোক্তি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর কথায়, ‘দল দুর্বল জায়গায় আছে। দলকে শক্তিশালী করতে জেলায়-জেলায় কর্মীসভা কর্মসূচি নেওয়া হয়েছে।’ শুধু তাই নয়, রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কংগ্রেস আসন্ন নির্বাচনগুলিতে বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নামবে বলেও জানিয়েছেন প্রদেশ সভাপতি।
এদিন বারাসতে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সোমেন মিত্র একইসঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, ‘দেশে ও রাজ্যে যুদ্ধের পরিবেশ চলছে।’ তবে দেশ তথা রাজ্যের নির্বাচনেও কংগ্রেস একাকী লড়াই করে যে বিশেষ কোনও সুবিধা পাবে না, তা প্রদেশ নেতৃত্বের অজানা নয়। তাই বিগত লোকসভা ভোটের পুনরাবৃত্তি ঠেকাতে রাজ্যে আসন্ন পুর নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব। এদিন সাংবাদিদের কাছে সেকথা স্পষ্ট করে দিয়ে সোমেন মিত্র বলেন, ‘সিপিএমের সঙ্গে আসন সমঝোতা করেই বিধানসভা উপ-নির্বাচন ও পুর নির্বাচনে লড়বে কংগ্রেস।’
এদিন সোমেন মিত্র কেবল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে লড়াইয়ে নামার পরিকল্পনা কথা জানিয়ে থেমে থাকেননি, কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধেও তোপ দেগেছেন। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে প্রদেশ সভাপতি বলেন, ‘বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। খাওয়া পরা সংস্হান না করে ধর্মীয় মেরুকরণ করছে।মানুষ এখন হিন্দুত্ব নিয়ে নাচছে।কদিন পরে যখন পেটে ভাত থাকবেনা তখন বুঝবে।’ একইসঙ্গে কাশ্মীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে। তিন তালাক, আরটিআই ও ৩৭০ এবং ৩৫-এ তুলে দিয়েছে বিজেপি। সাধারণ মানুষের খাওয়া, কর্মসংস্থানের কথা না ভেবে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি করছে।’ কংগ্রেস নেতা ডি রাজা এবং সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে ঢুকতে না দেওয়ার প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, ‘কাশ্মীরে একনায়কতন্ত্র হয়েছে। অলিখিত এমার্জেন্সি চালু রেখেছে বিজেপি।’