বাড়ি থেকে বহরমপুর গিয়ে নিখোঁজ ছেলে, চিন্তায় পরিবার ।
রঙ্গিলা খাতুন ,গোকর্ণ ,কান্দী :- সাত দিন ধরে হন্যে হয়ে খুঁজেও মিলেনি হাটপাড়ার বাদিন্দা জাকিরুল সেখেকে। ছেলে কোথায় আছে ? কেমন আছে! চিন্তায় পরিবার । ছেলেকে খুঁজে দেওয়ার কাতর আবেদন পিতা মাতার।
মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ হাটপাড়া গ্রামের বাসিন্দা হামজার সেখের ২৯ বছরের ছেলে জাকিরুল সেখ গত ১১ তারিখ বহরমপুর থানার অন্তর্গত বাকুড়ী নিখোঁজ হয়েছে। পরিবারের পক্ষ থেকে বহরমপুর এবং কান্দি থানায় নিখোঁজের ডাইরি করা হয়েছে। এক সপ্তাহ পার হয়ে গেলেও ছেলে বাড়িতে না ফেরায় চিন্তায় পরিবার থেকে শুরু করে গ্রামবাসি ।
পিতা হামজার সেখ জানায়, “গত ১১ মে সকাল ৮ নাগাদ বাড়ি থেকে প্রথমে জীবন্তি বাজারে গিয়ে চা খেয়েছে এবং কিছু জিনিস কিনে ১০ দিকে ফিরে স্নান করে ,ভাত খেয়ে আবার ভাকুড়ী শ্বশুড় বাড়ি যায় , সেখান থেকে দুপুর ১২ নাগাদ ফোনে যোগাযোগ হয় বাড়িতে আসার কিন্ত আর বাড়ি ফিরেনি। ”
তিনি আরও জানান ” আমার ছেলে জাকিরুল মানষিকভাবে কিছুটা ভারসাম্যহীন । ছেলের শ্বশুড় বাড়ির লোক আমাকে গিয়ে আনতে বলেছিল কিন্ত আমার যাওয়া হয়নি, তাদের কোনো দোষ নেই। ”
প্রশাসনের কাছে ছেলে খুঁজে দেওয়ার আবেদেন করেছেন এছাড়াও কোনো সহৃয় বাক্তি খোঁজ দিলে পুরষ্কিত করার কথা জানিয়েছেন পরিবার ।