সোনাক্ষী রিয়েল এস্টেটের পুজোকে সেরা বাংলা শারদ সম্মান
পরিমল কর্মকার (কলকাতা) : দক্ষিণ ২৪ পরগণার জোকা মেট্রো খালপুলের পাশ দিয়ে যে রাস্তাটা খানবেরিয়া রোড ধরে সোনাক্ষী রিয়েল এস্টেটের ড্রিম টাউনশীপ প্রজেক্ট-এ পৌঁছুচ্ছে, ঠিক সেখানেই এই এস্টেটের উদ্যোগেই গত দু’বছর ধরে হচ্ছে দুর্গাপূজা। সুন্দর সবুজ পরিবেশের মধ্যে এই দুর্গাপূজা স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক সমারোহের সঞ্চার করেছে। সম্পূর্ন বাংলা ঘরানার দৃষ্টিনন্দন এই পূজাকে এবার “সেরা বাংলা শারদ সম্মান”এ ভূষিত করলো বাংলা রিপোটার্স গিল্ড।
পুজোতে ষষ্ঠীর দিন বাংলা রিপোটার্স গিল্ডের পক্ষ থেকে সভাপতি ডঃ অরুণ কুমার ও কার্যকরী সভাপতি বিপিনেস কুমার পাণ্ডে এই “বিশেষ সম্মানে”র স্মারক তুলে দেন সোনাক্ষী রিয়েল এস্টেটের কর্ণধার মিন্টু মিস্ত্রির হাতে।
পুরস্কার বিতরণী দলে উপস্থিত ছিলেন বাংলা রিপোটার্স গিল্ডের সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল, সহ সভাপতি রিমা শিকদার, হামিদ আহমেদ, ললিতা কুমারী, পুজা কনভেনর সুচন্দ্রা মতিলাল, বৃষ্টি মাইতি প্রমূখ।