দক্ষিণ দিনাজপুর জেলায় আয়োজিত হল শিক্ষক-শিক্ষিকাদের আলোচনা ভিত্তিক সংযোগ কর্মসূচি।
রাজিবুল হক(দক্ষিণ দিনাজপুর) দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যমণি শহর বুনিয়াদপুর এ আয়োজিত হলো শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বিশেষ এক আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। মূলত “দি নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের” তত্ত্বাবধানে ই আয়োজিত হয়েছিল বিশেষ এই অনুষ্ঠান। এইদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সরকারি এবং বেসরকারি স্কুল শিক্ষক-শিক্ষিকাদের নিয়েই অনুষ্ঠিত হয় এই আলোচনা ভিত্তিক সংযোগ সভা । এদিনের এই আলোচনা ভিত্তিক জনসংযোগ সভার মূল বিষয়বস্তুই ছিল “শিক্ষায় ব্যক্তি স্বাধীনতা”। এছাড়াও এদিনের এই আলোচনা সভায় সিবিএসসি শিক্ষা প্রদান নীতি, ক্যারিয়ার গাইডেন্স প্রভৃতি বিষয়েও আলোকপাত করা হয়। এদিনের বিশেষ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দি নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের এজিএম অভিজিৎ দাস,দি নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর অনির্বাণ সাহা, ফিউচার ক্রিয়েট ইনফো সার্ভিসের ডিরেক্টর সুমন বিশ্বাস, অনুষ্ঠানের বিশেষ অতিথি পার্থপ্রতিম জোয়ারদার, সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত 60 জন শিক্ষক-শিক্ষিকা। আয়োজিত অনুষ্ঠানের বিষয়ে আম্বুজা নেওটিয়া গ্রুপের জেনারেল ম্যানেজার অভিজিৎ দাস বলেন ” আমাদের সংস্থার পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান, এবং শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নানান বিষয় ভিত্তিক আলোচনার উদ্দেশ্যেই আমরা বিভিন্ন জেলায় এই ধরনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকি। শুধু পশ্চিমবঙ্গ নয় পাশাপাশি অন্যান্য রাজ্যেও আমাদের এই সংস্থার পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এধরনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।”