#নারী সুরক্ষায় বিশেষ বাহিনী – “উইনার্স স্কোয়াড”
ওয়েব ডেস্ক.বহরমপুর:- মুর্শিদাবাদ জেলায় নারী সুরক্ষায় বিশেষ বাহিনী – “উইনার্স স্কোয়াড” এর পথ চলা শুরু । ইং ২৮শে এপ্রিল মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার ময়দানে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে, মুর্শিদাবাদ “উইনার্স স্কোয়াড”- এর শুভ উদ্বোধন করা হয়।
পাশাপাশি জীবনযুদ্ধে জয়ী মুর্শিদাবাদ নিবাসী তিনজন ভিন্ন বয়সের নারীকে মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়, যাদের জীবন অন্য নারীদের অনুপ্রেরণা যোগায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সিদ্ধিনাথ গুপ্তা, এ.ডি.জি. ও আই.জি.পি. দক্ষিণবঙ্গ, মুর্শিদাবাদের জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী, শ্রী রশিদ মুনির খান, ডি.আই.জি. মুর্শিদাবাদ রেঞ্জ, মুর্শিদাবাদ পুলিশের আরক্ষাধক্ষ্য শ্রী কে. সবরী রাজকুমার মহাশয়গন সহ মুর্শিদাবাদের উচ্চপদস্ত পুলিশ ও প্রশাসনিক অধিকারিকবৃন্দ।
মুর্শিদাবাদ পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ২৭ জন মহিলা পুলিশ (“উইনার্স স্কোয়াড”), মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য শহরের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত স্কুটি চালিয়ে টহল দেবে যাতে মহিলারা অবাধে ও নিরাপদে চলাফেরা করতে পারে।
ইভ-টিজিং, শ্লীলতাহানি এবং
অন্যান্য মহিলা সম্পর্কিত অপরাধ প্রতিরোধে এই “উইনার্স স্কোয়াড” মুখ্য ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সন্মানীয় ব্যক্তিবর্গের দ্বারা পতাকা দেখিয়ে “উইনার্স স্কোয়াড”-এর যাত্রার শুভসূচনা করা হয়।
**********
নারী সুরক্ষায় যোগাযোগের নং —
ডায়াল করুন ১০০
৯০৮৩২৬৯২৫৫ (জেলা কন্ট্রোল রুম)
৭৪৩০০০০০৩০ (‘আলোর পথে’ হেল্পলাইন)