বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার না অন্য কেই শুরু হয়েছে জল্পনা

Spread the love

কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী? নীতীশ কুমারের মন্তব্যে জল্পনা

ওয়েব  ডেস্ক: –  বিহার ভোটে শুরু হয়েছে নতুন জল্পনা ।   বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার না অন্য কেই শুরু হয়েছে জল্পনাভোটের ফলপ্রকাশের পরই বিজেপি নেতারা স্পষ্ট করে দিয়েছেন, জেডিইউ ( অনেক কম আসন পেলেও এনডিএ জোটের নেতা নীতীশ কুমারই। সুতরাং পূর্ব প্রতিশ্রুতিমতো নীতীশকেই করা হবে মুখ্যমন্ত্রী। কিন্তু এবার নীতীশ নিজেই বলছেন অন্য কথা। বিহারের মুখ্যমন্ত্রী বলছেন, সপ্তমবারে মতো তিনি বিহারের মসনদে বসবেন, নাকি বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করা হবে, সেটা ঠিক করবে এনডিএ।

 

ভোটের ফলপ্রকাশের পর বৃহস্পতিবার প্রথম জনসমক্ষে আসেন বিহারের মুখ্যমন্ত্রী। এবারের নির্বাচনে এনডিএ’র  ভোটব্যাংকে যে ফাটল ধরেছে, সেকথা স্বীকার করে নিয়ে তিনি জানান, ভোটের ফলাফল বিশ্লেষণ করা হবে। নীতীশ বলেন,”শীঘ্রই এনডিএ বিধায়কদের বৈঠক হবে, আর তাতেই ঠিক হবে কে মুখ্যমন্ত্রী হবেন। ফলাফল বিশ্লেষণ করা হবে। প্রতিটি আসনের ফল খতিয়ে দেখা হবে। ভোটব্যাংকে ফাটল ধরল কেন, সেটাও খতিয়ে দেখা হবে।” জেডিইউ নেতা জানিয়েছেন, এনডিএ’র চার জোটসঙ্গীর বিধায়করা শীঘ্রই আলোচনায় বসবেন। তারপরই ঠিক হবে, কে মুখ্যমন্ত্রী হবেন, কবে শপথগ্রহণ হবে।

 

আসলে, ভোটের আগে বিজেপি  নেতারা নীতীশকে এনডিএ’র অবিসংবাদী নেতা হিসেবে ঘোষণা করলেও, ভোটের ফলের পর গেরুয়া শিবিরের নিচুতলার কর্মীরা উলটো সুরে কথা বলেছেন। বিজেপির অনেকেই মনে করছেন মাত্র ৪৩ আসনে জিতে আসা জেডিইউকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়াটা বোকামি হবে। ৭৪ আসনে জিতে আসা বিজেপি কর্মীদের প্রতিও সেটা অবিচার করা হবে। তবে, দলের শীর্ষনেতারা এখনও আগের বক্তব্যেই অনড়। তাঁরা এখনও বলছেন, জোটের নেতা নীতীশই। কিন্তু, এত কম আসন পেয়ে মুখ্যমন্ত্রী হলে সরকার চালাতে যে সমস্যা হবে, সেটাও ভালমতোই জানেন বর্ষীয়ান নেতা নীতীশ। তাই তিনি চলতে চাইছেন রয়েসয়ে। এনডিএ’র বৈঠকে তিনি আশ্বস্ত হয়ে যেতে চান যে, জোটের ১২৫ জন বিধায়কই তাঁকে সমর্থন করছেন। তাৎপর্যপূর্ণভাবে এদিন আরও একটি বিষয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন নীতীশ। বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, এটাই যে তাঁর শেষ নির্বাচন, সেকথা কখনও বলেননি তিনি।

রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না ,দেখ যাক শেষ পযর্ন্ত জল কোন দিকে গড়াই ।

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.