নির্বাচনী প্রচারে বেহালায় ঝড় তুললেন শ্রাবন্তী
পরিমল কর্মকার (কলকাতা) : বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দিতা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের গড় বলে পরিচিত এই কেন্দ্র। বিগত ৪ বারের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। বিজেপি’র উত্থানেও গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মালা রায়় প্রায় সাড়ে ১৭ হাজার ভোটে লিড পেয়েছিলেন।
তবে এবার বিধানসভা নির্বাচনে পার্থবাবুকে চাপে ফেলতে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে চিত্রাভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে। যিনি বাংলা চিত্রজগতে জনপ্রিয় নায়িকা। অন্যদিকে সিপিএম প্রার্থী করেছে লড়াকু নেতা তথা ১২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নীহার ভক্তকে। স্বাভাবিকভাবেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আঁচে ফুটছে বেহালা পশ্চিম। নির্বাচনী প্রচারে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় ও সিপিএমের নীহার ভক্তের পাশাপাশি বিজেপি প্রার্থী গ্ল্যামার গার্ল নায়িকা শ্রাবন্তী ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছেন। তার সভাগুলিতে জনসমাগম হচ্ছে চোখে পড়ার মতো।
২৪ মার্চ সন্ধ্যায় বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছেই একটি নির্বাচনী প্রচারে এসে শ্রাবন্তী বললেন, “আমি রাজনীতিতে নতুন। তাই রাজনীতি কম বুঝলেও জনসেবাটা বুঝি…..।” তার বক্তব্যে ঘন ঘন হাততালিই বুঝিয়ে দিল বেহালার মেয়ে শ্রাবন্তী ইতিমধ্যেই তার কেন্দ্রের বাসিন্দাদের মন জয় করে নিয়েছেন। এখন দেখার বেহালা পশ্চিমের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়কে তিনি কতটা চাপে ফেলতে পারেন !