কলকাতা:গোটা দেশ জুড়ে বুধবার সকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বাম কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘট। ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হযেচে রেল অবরোধ৷ বনধ শুরুর আগে ভোরেই অনেকে ভোরে কর্মস্থলে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ পথে বেরিয়ে রেল অবরোধে ফের নাকাল আমজনতা৷ একইভাবে বনধের সমর্থনে যাদবপুর-সহ একাধিক জায়গায় মিছিল বের করেছেন বাম কর্মী-সমর্থকরা৷
বুধবার ভোর থেকেই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় রেল অবরোধ শুরু হয়েছে৷ অবরোধের জেরে ট্রেন চলাচল ব্যহত হচ্ছে বলে জানা গিয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার, চম্পাহাটিতে শুরু হয়েছে অবরোধ। ওভারহেডের তারে কলাপাতা ফেলে শুরু করেছে অবরোধ৷ এছাড়াও উত্তর ২৪ পরগনার শ্যামনগর ,হৃদয়পুরে রেল অবরোধ করেন ধর্মঘটীরা৷ হৃদয়পপুরে রেল লাইনে বোমাভরতি ব্যাগও উদ্ধার করা হয়৷ লাইনে বোমা পড়ে থাকতে দেখে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে৷ তড়িঘড়ি যাত্রীদের ট্রেনের কামরা ফাঁকা করে দিতে বলে রেল পুলিশ৷ একইভাবে হিন্দমোটরেও রেল অবরোধ শুরু করেন ধর্মঘটীরা৷ বনধের শুরুতেই শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়েছে৷ একইভাবে শিলাদহ মেন লাইনেও ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল৷
বুধবার সকালে যাদবপুরের এইটবি বাসস্ট্য়ান্ড থেকে বনধের সমর্থনে মিছিল করেন বাম নেতা-কর্মীরা৷ সাধারণ মানুষকে ধর্মঘট সমর্থন করতে আহ্বান জানান বাম কর্মীরা৷। এছাড়াও বিভিন্ন জেলায় জেলায় বাস চলাচল একেবারে বন্ধ বললেই চলে। আংশিক ভাবে দোকান পাট খোলা। বেলা বাড়ার সাথে সাথে মিছিল মিটিঙ বাড়ছে।
যদিও বুধবার দেশজুড়ে ডাকা বনধে পথে বেরিয়ে সরকারি বা বেসরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হলে সেই গাড়ির ক্ষেত্রে ৬ লক্ষ টাকা পর্যন্ত বিমার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ একাধিক দাবিতে বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ভারত বনধের ডাক দিয়েছে৷ এরাজ্যেও বনধের সমর্থনে বুধবার পথে নেমেছে বামেরা৷ বনধে পরিবহণ ব্যবস্থা সচল থাকবে বলে আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী৷
পাশাপাশি বনধ সমর্থনকারীদের উদ্দেশেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণমন্ত্রী৷ বনধে সম্পত্তি ভাঙচুর হলে ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী আরও বলেন, ‘বেসরকারি বাস সংগঠন, ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংস্থাগুলি স্বাভাবিক নিয়মেই অন্য দিনের মতোই পরিষেবা দিতে প্রতিশ্রুতি দিয়েছে।’
লালবাজার ও বিভিন্ন জেলার এস পি দের তরফ থেকে জানানো হয়েছে রাস্তায় মোতায়েন থাকবে বেশ কিছু পুলিশ। বাস ট্রাম ডিপো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতেই মোতায়েন থাকবে পুলিশ।