মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ক্ষমা চাওয়া নিয়ে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
তুহিনা নাসরিন ,বহরমপুর:- অধীর রঞ্জন চৌধুরী আজ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বললেন বাংলার মুখ্যমন্ত্রী তিনটে টার্মস হয়ে গেল এতদিন পর তিনি যদি বলেন আমার চোখ খুলল , তাহলে তো তিনি নিজেই স্বীকার করছেন তিনি অপদার্থ অযোগ্য। অধীর রঞ্জন চৌধুরী তিনি বললেন তার চোখ খুলতে ১২ বছর সময় লাগলো, যখন সারা বাংলায় বোমা বিস্ফোরণের ফলে মৃত্যুর মিছিল। এতদিন পর মুখ্যমন্ত্রীর এগড়ায় যাওয়ার কথা মনে পড়ল। অধীর বললেন আবহাওয়ার জন্য সারা বাংলায় কর্মকান্ড বন্ধ থাকেনি, এগ্রা যাওয়ার জন্য তার সময়ের অভাব দেখা দিয়েছিল। অধ ীর মুখ্যমন্ত্রীর এগরা যাওয়ার সম্পর্কে বললে আপনি এখন মৃতের গায়ে আতর ছেটানোর চেষ্টা করছে ন। অধীর বলেন এর আগে যখনই এরকম ঘটনা ঘটেছে আপনি বলেছেন এবার দেখছি কিন্তু আপনার সেই এবার এখনো পর্যন্ত হলো না এবার ভুল হবে না। অধীর রঞ্জন চৌধুরী বললেন নারদ কান্ড শারদ কান্ড সবাই জানেন, যখনই আপনি বিপদে পড়েন তখনই বলেন ভুল হয়েছে, তারপরক্ষণই আপনি ভুলটা ভুলে যান। তিনি বলেন বাংলার মানুষ আপনার কথা এবং কাজের ফারাক জানেন উদাহরণস্বরূপ অধীর রঞ্জন চৌধুরী বলেন উত্তর মেরু থেকে দক্ষিণ ময়ূর ফারাক যতটা আপনার কথা এবং কাজের ফারাক ঠিক ততটাই। সে কারণে বাংলার মানুষের কাছে আপনার কথার কোন মূল্য নাই বললেন অধীর। তিনি বলেন এই বাংলায় আপনার আমলে সবচেয়ে বেশি বোমা বিস্ফোরণ গুলি জিলেটিন স্টি চ বোমার মজুদ মসলা আপনার সময় পাওয়া গেছে। তাই স্বাভাবিক কারণে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের প্রতিবাদের চাপে পড়ে তিনি নতুন করে সান্তনার বাণী ছড়াতে এগরা গিয়েছে ন বললেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাংলার মানুষের উদ্দেশ্যে বলেন বাংলার মানুষ তার এই নাটকে বিভ্রান্ত হবেন না উনি খোকাবাবুর প্রোগ্রামে গেছেন মাদ্রাসায় না গেলে লোকে কি বলবে তাই উনি ওখানে গিয়েছেন বললেন অধীর।