অয়ন বাংলা, নিউজ ডেস্ক:বর্তমান সময়ের প্রেক্ষাপটে ও রাজ্যের মুসলিমদের প্রতি গেরুয়া তাণ্ডবে সরকারের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করল বিভিন্ন মুসলিম সংগঠন। সংগঠন গুলির যৌথ বিবৃতিতে বলা হয়েছে তান্ডব কারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কড়া ব্যবস্থা না নিলে জুলাই মাসের প্রথম সপ্তাহে কলকাতায় ব্যাপক প্রতিবাদের পথে নামবে তারা।
সোমবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মোঃ কামরুজ্জামান , জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলা র সম্পাদক ডা. আলমগীর সরদার, সারা বাংলা আহলে সুন্নাতুল হানাফি জামাত সম্পাদক পীরজাদা সৈয়দ তাফিম উল ইসলাম, সারা বাংলা ইমাম-মুয়াজ্জিন কাউন্সিলের সম্পাদক মাওলানা আকতার হোসেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সম্পাদক আব্দুর রাকিব, জমিয়াতুল আইমা অল উলামার সভাপতি মুফতি ইমদাদুল্লাহ সহ বিভিন্ন সংগঠনের যৌথ বিবৃতিতে রাজ্যের গেরুয়া তাণ্ডবের বাড়বাড়ন্তে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংগঠন গুলির পক্ষে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান বলেন গেরুয়া তাণ্ডব বন্ধ না হলে ও তান্ডবকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। তার মতে পশ্চিমবঙ্গ সরকার ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তার ফলে তান্ডবকারীদের হাতে একের পর এক অত্যাচারিত হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানরা। কামরুজ্জামান দাবি করেন অবিলম্বে সরকারকে সমস্ত তাণ্ডবকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন পুলিশের ব্যর্থতার কারণেই ভাটপাড়ায় এক মাস ধরে তান্ডব চলছে। যত দ্রুত সম্ভব এই গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার দাবী জানায় সকল মুসলিম সংঘটন গুলি।