চাইল্ড লাইন ও প্রশাসনের হস্তক্ষেপে নাবালিকার বিয়ে বন্ধ বীরভূমে
মহঃ সফিউল আলম, অয়ন বাংলা, বীরভূম:- বীরভূম চাইল্ড লাইন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে ও বিশেষ তৎপরতায় নাবালিকার বিয়ে বন্ধ করা হল৷ আজ শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বোলপুর এলাকায়৷ বাড়ির অভিভাবকরা মুচলেকা দিয়ে রেহাই পান৷ তাদের আইনের বিষয়টি বোঝানো হয়৷ বলা হয় মেয়ের বয়স আঠারো বছর হলে তারপর যেন তাঁরা বিয়ে দেন৷ প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে তাঁরা অবশ্য তা মেনে নেন৷
সংবাদ সূত্রে জানা যায়, বোলপুর থানার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের লাউদোয়া গ্রামের সিঙ্গি হাইস্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্রীর বিয়ের ঠিক হয় পাশের সিঙ্গি গ্রামে৷ আগামী কাল শনিবার বিয়ে হওয়ার কথা ছিল৷ সেই মতো আয়োজন তথা ঘরোয়া অনুষ্ঠানও কিছু শুরু হয়েছিল৷ কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে আজ চাইল্ড লাইনের প্রতিনিধিরা ও প্রশাসনের লোকজন ওই গ্রামে গিয়ে পৌঁছন৷ নাবালিকার বাড়িতে গিয়ে আইনের বিষয়গুলি এবং কম বয়সে বিয়ে দিলে কিকি অসুবিধা সমস্যা হতে পারে তা ব্যাখ্যা করা হয়৷ আইন অনুযায়ী কঠোর শাস্তি প্রদানের বিষয়টিও স্মরণ করানো হয়৷ অবশেষে মুচলেকা দিয়ে রেহাই পান অভিভাবকরা৷ প্রয়োজনে চাইল্ড লাইনের পক্ষ থেকে নাবালিকার পড়াশুনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করা হয় তাঁদের৷ এতে অবশ্য ছাত্রীর বাড়ির লোক সন্তোষ প্রকাশ করেন৷