নিউজ ডেস্ক :- হঠাৎ ই ইস্তাফা দিলেন হূমায়ুন কবীর ! ভোট যখন দরজায় প্রায় কড়া নাড়ছে, ঠিক সেই সময় হঠাৎ চাকরি থেকে ইস্তফা দিলেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির। প্রাথমিক ভাবে ব্যক্তিগত কারণে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে, পিছনে কি কোনও রাজনৈতিক কারণ? শুরু হয়েছে চর্চা৷ হুমায়ুন কবিরের পদে চন্দননগরের নতুন পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছেন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার এসটাব্লিশমেন্ট গৌরব শর্মা।
এক তাৎপর্যপূর্ণ ঘটনা এই ইস্তফার সঙ্গে যুক্ত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মাস কয়েক আগে হুমায়ুন কবিরের স্ত্রী অনিন্দিতা দাস যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। পুলিশ কমিশনারের ঘরের লোক হয়ে রাজনৈতিক পতাকা হাতে তুলে নেওয়ায় বেশ শোরগোল পড়েছিল চন্দননগর প্রশাসনে। তার মাস দুয়েক পরেই চাকরি থেকে ইস্তফা দিলেন হুমায়ুন কবির।
হুমায়ুন কবিরের স্ত্রী অনিন্দিতা দাস কবির গত নভেম্বরেই তৃণমূল ভবন থেকে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। ‘মমতা ব্যানার্জী জিন্দাবাদ’ স্লোগান তুলতেও দেখা গিয়েছিল তাঁকে। আগামী বিধানসভা নির্বাচনেও তাঁকে শাসকদলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল।