ওয়েব ডেস্ক: -বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির এর ভূমি পূজো হয়ে গেল সুপ্রিম কোর্টেররায়ে ,এবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর যোশী ও উমা ভারতীদের বিরুদ্ধে চলা বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দিতে হবে। শনিবার সিবিআইয়ের বিদেশ আদালতকে এই নির্দেশই দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের তরফে দেওয়া নির্দেশে উল্লেখ করা হয়েছে, এই মামলার রায় দেওয়ার জন্য বিশেষ আদালতের মাননীয় বিচারপতি মিস্টার সুরেন্দ্র কুমার যাদব আরও একমাস সময় চেয়েছিলেন। তাঁর প্রস্তাব মেনে আমরা একমাসের সময়সীমা বাড়াচ্ছি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে এই মামলার রায় ঘোষণা করতে হবে।
এর আগে এই মামলার রায় ৩১ আগস্টের মধ্যে দিতে হবে বলে লখনউয়ে অবস্থিত সিবিআই (CBI) -এর বিশেষ আদালতকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি আরএফ নরিম্যানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। তার প্রেক্ষিতে বিশেষ আদালতের বিচারপতি সুরেন্দ্র যাদব আরও একমাস সময় বাড়ানোর আবেদন জানান। তার ভিত্তিতেই এই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে বাবরি মসজিদ ধ্বংসের মামলার শুনানি ২ বছরের মধ্যে শেষ করে রায় দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট