নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- আজ গোটা দেশ জুড়ে কিছু সংঘটন দেশের বদনাম ও সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার করে চলেছে ।আজ এক অস্তির পরিস্তিতি র সামনে দেশ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন। ‘বর্তমানে কিছু মানুষ ও সংগঠনের মারমুখী, বেপরোয়া আচরণের সম্মুখীন হচ্ছি আমরা’ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এমনই উদ্বেগ প্রকাশ করলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের৷ রবিবার গুয়াহাটি হাইকোর্টের একটি অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন তিনি। সেখানেই খোলাখুলি নিজের মতামত প্রকাশ করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
নির্দিষ্ট কোনও ব্যক্তি বা সংগঠনের নাম না নিলেও তিনি বলেন, এধরণের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক৷ তবে বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। খুব শীঘ্র এই স্বৈরাচার দূর হবে বলে বিশ্বাস করেন তিনি৷ দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশাও প্রকাশ করেছেন গগৈ। তিনি বলেন, ‘‘আমার আশা এই ধরনের ব্যতিক্রমী কিছু ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। বিচারব্যবস্থার উচ্চ আদর্শ এবং ঐতিহ্য এই পরিস্থিতি থেকে সকলকে বেরিয়ে আনতে সাহায্য করবে।’’
প্রধান বিচারপতি আরও বলেন, সরকারি দফতরগুলি যে ভাবে চলে, দেশের আদালতগুলির নীতি তাদের চেয়ে অনেকটাই আলাদা। সবপক্ষের মানুষকে সুবিচার পাইয়ে দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের রায় ও সিদ্ধান্তের উপর ভরসা করেন সাধারণ মানুষ। তাতে ভর করেই টিকে রয়েছে দেশের বিচার ব্যবস্থা। তাই কর্তব্যবোধ ভুললে কোনওমতেই চলবে না। বিচার ব্যবস্থার মতো পবিত্র সংগঠনের অংশ হতে পারা অত্যন্ত সৌভাগ্যের বলেও মন্তব্য করেন তিনি।