স্বাধীনতা
আনসারুল ইসলাম
অনেক রক্তাক্ত পথ পেরিয়ে এসেছ সবার দুয়ারে
বেদনার লাখো ইতিহাস সাজিয়ে রেখেছো শিয়রে
সাতান্নর সেই অস্তমিত সূর্যের বিদায়ী বেদনা সুর
লাখো লাঞ্ছনা অসহ্য যন্ত্রণায় নিয়ে গেছে বহুদূর
সেদিনের সেই প্রহসন ইতিহাসের ওই কালো দিন
সময় গড়িয়েছে যত শুধুই দেশে বাড়িয়েছে দুর্দিন
পরাধীনতার শিকল পরে আম্রকুঞ্জে যুদ্ধ খেলায়
স্বার্থন্বেষীর প্রতারনায় পরাজিত দেশ অবহেলায়
অত্যাচার লুণ্ঠন শাসন শোষণ অবাধে নির্বিচারে
জর্জরিত সারা দেশের মানুষ বেনিয়া অত্যাচারে
এদেশের মাটি এদেশের ধান এদেশ পায়নি খেতে
এদেশের মাটি রক্তে ভেসেছে ওদেশের আঘাতে
এদেশের আকাশে কান্নার রোল নিত্য বেত্রাঘাতে
ধুঁকছে মানুষ ক্ষুধার জ্বালায় ভুগছে পক্ষাঘাতে
আকাশে বাতাসে শুধু হাহাকার নীরবে নির্জনে ওরে উঠবে কখন মুক্ত নিশান ওই মুক্ত গগনে
শত শহীদের তাজা রক্ত মিশে গেছে রাজপথে
আসেনি স্বরাজ ঝরেছে রক্ত শোষকের আঘাতে
হয়েছে শ্মশান সোনার দেশ বন্যায় গেছে ভেসে
অন্তরালে চলেছে হত্যালীলা মন্বন্তরে মরে শেষে
এদেশের মাটি ওদেশের মালিক এদেশে জমি চাষ
ওদেশের হয়েছে অধিক মুনাফা এদেশের সর্বনাশ
নীলকর সাহেব বাধ্য করেছে, করতে নীলের চাষ
এদেশের চাষী নীল সাহেবের সেযুগের ক্রীতদাস
দুশো বছরের শ্বেতাঙ্গ শাসনের হয়েছে অবসান
স্বাধীনতা সেতো অগুণিত বিপ্লবীর আত্ম বলিদান
বেনিয়া গোলামি যুগ পেরিয়ে ঘুচেছে পরাধীনতা
রক্ত নদীর রাঙ্গা পথ পেরিয়ে এনেছেন স্বাধীনতা
প্রণাম জানায় নত মস্তকে যারা মহান বিপ্লবী বীর
তোমাদের দানে কাশফুলে ঢাকা এদেশের নদীতীর
তোমাদের খুনে ওই মুক্তির নিশান উড়ছে এদেশে
মুক্তির খুশি তেরঙ্গা রঙ্গে উড়ছে উদার আকাশে!
10/08/2020