অয়ন বাংলা,নিজস্ব সংবাদদাতা:- ঝারগ্রাম জেলার জাম্বনি ব্লকের চিলকিগড় অঞ্চলের টুলিবড় গ্রামের ৮০টি শবর পরিবারের হাতে ত্রান তুলে দিলেন স্বরাজ ইন্ডিয়া দল মানুষের পাশে – ত্রান কার্যে সক্রিয়*
*ঝাড়গ্রাম, ১২ই এপ্রিল, ২০২০:* স্বরাজ ইন্ডিয়া দলের ঝারগ্রাম শাখার পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই জেলার প্রান্তিক ও অসহায় মানুষে কে খাদ্য ত্রাণ পৌঁছনোর কাজ চলছে। আজও ঝারগ্রাম জেলার জাম্বনি ব্লকের চিলকিগড় অঞ্চলের টুলিবড় গ্রামের ৮০ টি শবর পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল তুলে দেন দলের জেলা সহ-সভাপতি অশোক মাহাতো সহ দলের সদস্য , সুজয় ঘোষ, অরিন্দম দত্ত,সৌম্য, সোমনাথ, তাপস, সন্দিপ,সমীর,তারিনী সহ কিছু স্থানীয় যুবক এই মানবিক কাজে সহায়তা করেছেন।
করোনা মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন এর মধ্যেই চলছে দুস্থ ও বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানোর কাজ। সরকারি উদ্যগের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও চলছে ত্রাণের কাজ। স্বরাজ ইন্ডিয়া সেই উদ্যোগে অংশগ্রহণ করছে সারা দেশে। আগামী দিনে ঝাড়গ্রাম জেলায় আরও বেশী ত্রাণের কাজের প্রস্তুতি নিচ্ছে স্বরাজ ইন্ডিয়া।