শিক্ষকের কি অবক্ষয় টি আই সি র পদ ছাড়তে না চেয়ে অশান্তি বিদ্যালয়ে
নিজস্ব সংবাদদাতা,বুনিয়াদপুর :- আজব কাহিনী! ক্ষমতার স্বাদ কত ভয়াবহ হতে পারে দেখুন। গঙ্গারামপুর থানার ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়এর টি আই সি ছিলেন অরুণ কুমার মাল। নতুন প্রধান শিক্ষক রেজাউল করিম এসে জয়েন করেছেন সরকারী পক্রিয়ায়। কিন্তু উনি পদ ছাড়তে নারাজ। বাইরে থেকে গুন্ডা বাহিনী ভাড়া করে স্কুলে তালা দিয়ে অশান্তি লাগানোর চেষ্টা। কমিটি ও শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা তালা ভাঙলে শুরু হয় তান্ডব ছাত্রদের মারধর। ক্ষমতার মোহ কি এতটাই উগ্র। প্রশাসনের উপযুক্ত ব্যবস্থাপনায় এবং জ্ঞানী দের আগাম সতর্কতায় বেশী দূর গড়ায় নি অশান্তি ।
অরুণ কুমার মাল কে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। ছাত্রছাত্রীরা চরম খুশী! ভাবা যায়? একজন শিক্ষকের ব্যবহার কত খারাপ হলে ছাত্রছাত্রীরা তার বিপদে খুশী হয় ভাবুন। ছাত্ররাই মাসুমের মত সত্য ঘটনা বলে দিচ্ছে। ম্যানেজিং কমিটিও ধন্যবাদ পাবার যোগ্য যে তারা এই ঘটনাটি সামাল দিয়েছেন। নতুন প্রধান শিক্ষক যেন ছাত্রছাত্রী ও ম্যানেজিং কমিটির সাথে থেকে সঠিকভাবে স্কুল পরিচালনা করেন এই কামনা সকল এলাকা বাসীর ।
ছবি :- প্রতীকি