তপনের মনোহোলির বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বাংলার যুব শক্তির এক জনসভা হল
তপনঃ যুব শক্তিকে শক্তিশালী করতে রাজ্য জুড়ে চলছে নানান সভা ও কর্মসূচী। তার সাথে তাল মিলিয়ে দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর ৪১ নং বিধানসভার অন্তর্গত তপন ব্লকের ২ নং আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের মনোহোলি সংসদ এবং বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যুব যোদ্ধাদের নিয়ে বৃহস্পতিবার যুবশক্তি সংক্রান্ত এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার যুব শক্তি জেলা কমিটির মেম্বার মৃণাল সরকার, দক্ষিণ দিনাজপুর জেলার যুব সম্পাদক ধীমান সরকার,
উপস্থিত ছিলেন তপন যুবশক্তি কনভেনার নন্দন সিংহ, ছিলেন তপন ব্লক এর ফিল্ড ইউনিট কমিটির মেম্বার রাজু বর্মন, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সেক্রেটারি রমণী রায় সহ আরো অন্যান্যরা। এদিন যুব শক্তির এই সভায় সকলের উপস্থিত ছিল যথেষ্ট লক্ষ্যণীয়ভাবে।
I