তারিফা মেমোরিয়াল চ্যারিটেবিল ট্রাস্টের১৩ তম বর্ষ উদযাপন হয়ে গেল হরিহরপাড়া আসিয়ানা অনাথ আশ্রমে
হাসান সেখ ,বহরমপুর:- তারিফা মেমোরিয়াল চেরিটেবল ট্রাস্টের ১৩ তম বর্ষ উদযাপন হয়ে গেল হরিহরপাড়া টেংরামারি আসিয়ানা অনাথ আশ্রমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক মোহাম্মদ শামসুর রহমান( হাতিমুল ইসলাম মুর্শিদাবাদ জেলা অবসরপ্রাপ্ত দূরদর্শন প্রবীণ সাংবাদিক) মতিউর রহমান আইনজীবী জিল্লার রহমান সমাজসেবী জেলা পরিষদ সদস্য মীর আলমগীর হোসেন(পলাশ )হরিহার পাড়া থানার আইসি অমিত নন্দী রাজেশ শেখ ভূমি সংস্কার দপ্তর পঞ্চায়েত সমিতি, হারিহার পাড়া বহরমপুর, বিডিও, ও স্থানীয় সমাজ কর্মী স্কুলের ছাত্র-ছাত্রী স্থানীয় বাসিন্দা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মফিদুল ইসলাম
প্রদীপ প্রজলনেরএর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ। বর্ণনাট্য প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠিত হয় , সকল ১০টায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়। তারিফা মেমোরিয়াল ক্যারেটেবল ট্রাস্ট এর কর্ণধার আইজুদ্দিন মন্ডল জানালেন ২০০৯ সালে এর প্রতিষ্ঠা হয় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্ মেয়েদের সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া তিনি জানান আশিয়ানা অনাথ আশ্রম থেকে বহু শিশুরা বিনামূল্যে পড়াশোনা করে থাকেন। তিনজন অনাথ শিশুকে নিয়ে এই অনাথ আশ্রম শুরু করা হয়েছিল এখন এখানে অনেকেই নেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান সংস্থার কর্ণধার আইজুদ্দি মন্ডল।
শামসুর রহমান বললেন গ্রামীণ এলাকায় কৃষিকাজ হয় জানতাম । এখানে না আসলে জানতে পারতাম না।অনাথ আশ্রমে এসে জানলাম উচ্চ শিক্ষায় শিক্ষিত ,উন্নত মানের তৈরি হয়।