জীবন্তুি চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
জীবন্তুি চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
জৈদুল সেখ জীবন্তি কান্দী
প্রতি বছরের ন্যায় এ বছরেও শিক্ষক দিবস উপলক্ষ্যে চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
আজকে সকালে থেকেই উঁচু শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষককে সম্মান জানাতে নিজেরা নিচু শ্রেনির শিক্ষকদের ক্লাস নিয়ে নতুনত্ব ও অভিনবত্ত্ব সৃষ্টি করে।
সকাল নয়টার পর প্রথমে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করেন প্রতিষ্ঠানের প্রধান চেতনা বসু, তার স্বাগত ভাষনে বলেন
রাষ্ট্রপতি হওয়ার পর পড়ুয়াদের দাবি ছিল তাঁর জন্মদিনটা যেন বিশেষ ভাবে উদযাপন করা হয় রাধাকৃষ্ণন বলেছিলেন, “জন্মদিন উদযাপন না করে সেই দিনটা যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তা হলে আমি কৃতজ্ঞ থাকবে।” সেই থেকে ৫ সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস।
এর পরে শুরু হয় মূল অনুষ্ঠান কবিতা আবৃত্তি, গান, ছবি আঁকা থেকে শুরু করে বিতর্ক মুল অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার
মাধ্যমে পালিত হলো শিক্ষক দিবস।
উপস্থিতি ছিলেন এলাকার এলাকার বিশিষ্ট শিক্ষক ও সমাজ সেবী মাননীয় সফর আলী, দেবব্রত মন্ডল, আবু হায়দার সেখ, নুর ইমান সেখ, সাকিব সেখ, রাহিবুল সেখ, আর্জুমান খাতুন, মিজানুর রহমান, জয়ন্ত মন্ডল প্রমুখ্য।