উত্তরপ্রদেশ জুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতি: মাত্র ১০ দিনে আলিগড় বিশ্ববিদ্যালয়ে ২৬ অধ্যাপক সহ ৪৪ জনের মৃত্যু
নিউজ ডেস্ক :- আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মাত্র ২০ দিনের মধ্যে প্রাণঘাতী করোনভাইরাসে আক্রান্ত হওয়ার পরে ২৬ জন অধ্যাপকসহ কমপক্ষে ৪৪ জন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন রূপটিতে মৃত্যুর কারণ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
উপাচার্য তারিক মনসুর ভারতীয় মেডিকেল রিসার্চ কাউন্সিলকে (আইসিএমআর) ভার্সিটি থেকে নেওয়া নমুনাগুলি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তার ভাইও কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
কোভিড-১৯-এ হারিয়েছেন এমন ২৬ জন অধ্যাপকের মধ্যে ১৬ কর্মরত এবং ১০ জন অবসরপ্রাপ্ত।
কর্মকর্তারা জানিয়েছেন, ভিসির অনুরোধের পরে বিশ্ববিদ্যালয় থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলি দিল্লির সিএসআইআর জেনোমিক্স এবং ইন্টিগ্রেটিভ বায়োলজি ইনস্টিটিউটে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।