কংগ্রেসের উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলনের ৭৯তম বর্ষপূর্তি পালন বেহালায়
পরিমল কর্মকার (কলকাতা) : ৭৯ বছর আগে ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ভারতবাসীরা। তাদের বিরুদ্ধে ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামীরা। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে প্রতিবছরই জাতীয় কংগ্রেসের উদ্যোগে এই দিনটিকে স্মরণ করে শাহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এদিনও ৯ আগস্ট (সোমবার) বেহালায় ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে গোপাল কৃষ্ণ দে ভবনে ভারত ছাড়ো আন্দোলনের ৭৯তম বর্ষপূর্তি পালন করেন কংগ্রেস কর্মীরা। মহত্মা গান্ধী ও ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য বেহালা ব্লক কংগ্রেসের সভাপতি গোষ্ঠ বিহারী জানা, জাতীয় কংগ্রেস নেতা তথা প্রদেশ আইএনটিইউসি সম্পাদক গৌতম সাহা, দক্ষিণ ২৪ পরগনা (১) জেলার সাধারণ সম্পাদক শৈবাল রায়, মধ্য বেহালা ব্লক কংগ্রেসের সম্পাদক শংকর পাল, শিশির বিশ্বাস, শুভাশিস মুখার্জী, অমিত চৌধুরী, খোকা মণ্ডল, আনন্দ মালাকার প্রমুখ কংগ্রেস নেতৃবৃন্দ।