কান্দীর মহলন্দীতে বাল্যবিবাহ রোধ করলো প্রশাসন
জৈদুল সেখ জিবন্তী ,,মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার কান্দী থানার মহলন্দী গ্রামে নাবালিকা র বিয়ে রূখল প্রশাসন । বয়স মাত্র পনেরো বছর, মহলন্দী হাইস্কুলের নবব শ্রেণীর ছাত্রী, আইন কে বুড়ো আঙুল দেখিয়ে বসেছে বিয়ের আসনে, প্রশাসন জানতে পেরেই আজ সকাল নয়টার সময় বিয়ের বাড়িতে হাজির হন বিডিও প্রতিনিধি, গোকর্ণ বিটহাউসের ইনচার্জ মেসের আলী তার সঙ্গে সিনি ও চাইল্ড হেল্পলাইন লাইনের প্রতিনিধিরা
তারা বাল্যবিবাহ যে আইনগত অপরাধ তার সঙ্গে মেয়ের ভবিষ্যতে কথা বুঝিয়ে বলেন প্রশাসনের তরফ থেকে।
মেয়ের বাবা ভুল বুঝতে পেরে আঠারো বছর পর বিয়ের সিদ্ধান্ত নেয়।
এই বিষয়ে এলাকায় আরো সচেতন প্রয়োজন ও অভিভাবকদের সচেতনতার প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজ ।