নদীয়ার কৃষ্ণনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত প্রধান গ্রেফতার! নাবালিকা বিবাহের অপরাধে।
সমীর দাস .নদীয়া:- কিছুদিন আগেই বিদ্যাসাগরের জন্মদিনে ফেসবুকের সচেতনতামূলক স্ট্যাটাস বাল্যবিবাহের । তার এক সপ্তাহ কাটতে না কাটতেই নিজেই বিয়ে করে বসলেন 15 বছরের নাবালিকাকে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর এক নম্বর পঞ্চায়েতের পোড়াগাছা পঞ্চায়েতের প্রধান আদ্যনাথ সরকারের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী জানা যায় পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ওই নাবালিকার সাথে প্রথমে প্রণয়ঘঠিত পরবর্তীকালে স্থানীয় একটি মন্দিরে বিবাহ করে প্রধান। তারও কয়েকদিন বাদে বাড়িতে একটি ছোটখাটো সামাজিক অনুষ্ঠান করেন তিনি। কিন্তু মেয়ের বয়স নিয়ে সন্দেহ হওয়ায় কানাঘুষো আলোচনা চলে গ্রামে। ঘটনা জানাজানি হতে নদীয়া জেলায় চাইল্ড লাইন কো-অর্ডিনেটর সহ বেশ কয়েকজন প্রশাসনিক কর্তাব্যক্তি মেয়ের বয়সের প্রমাণপত্র চাইতে গিয়ে প্রত্যাক্ষিত হতে হয়। পরবর্তীতে জেলা সমাজ কল্যাণ দপ্তরে আধিকারিক এবং জেলা শাসকের নির্দেশে গতকাল গ্রেফতার হয় প্রধান। চাইল্ড লাইনের নিয়ম অনুযায়ী ওই নাবালিকাকে কৃষ্ণনগর সরকারি হোমে রেখে কাউন্সেলিং চলছে , বাড়ির অভিভাবক আসা পর্যন্ত। অন্যদিকে আজ কোর্টে তোলা হয়েছে ওই প্রধান কে। প্রশ্ন উঠেছে একজন জনপ্রতিনিধি যখন শপথ নেন তখন দেশের বিভিন্ন আইন কানুনের কথা জেনে সংবিধান মেনে তবেই একজন প্রশাসক নিযুক্ত হন। এ ব্যাপারে স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছ থেকে জানা যায় এটা তৃণমূলের চক্রান্ত! অন্যদিকে তৃণমূল নেতৃত্ব আক্ষেপের সুরে জানায়
“এটা বিজেপির উচ্চ নেতৃত্বের শিক্ষা , কেন্দ্র থেকে রাজ্য অবশেষে পঞ্চায়েতে!”