ফেসবুকে সবচেয়ে বেশী খরচ করেছে বিজেপি, প্রকাশ্যে এলো তথ্য

Spread the love

ফেসবুকে সবচেয়ে বেশীঁ  খরচ করেছে বিজেপি, প্রকাশ্যে এলো তথ্য

নিউজ  ডেস্ক :-  আসল তথ্য রহস্যা ফাঁস হয়ে গেল ।  ফাঁস হয়ে গেল  রহস্য ।   ফেসবুকে সবচেয়ে বেশীঁ  খরচ করেছে বিজেপি, প্রকাশ্যে এলো তথ্য  ! বিজেপির সঙ্গে ফেসবুকের সম্পর্ক নিয়ে এতদিন ধরে যে চর্চা চলছিল । তা প্রকাশ্যে চলে এলো। কয়েকদিন আগে ফেসবুকের এক আধিকারিক স্বীকার করেছিলেন, বিজেপির বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্য সেন্সার করলে তাদের ব্যবসার ক্ষতি হবে । এই খবর মার্কিন সংবাদপত্রে প্রকাশিত হলে দেশজুড়ে শোরগোল শুরু হয় । ঠিক এই সময় ফেসবুকের একটা হিসাব প্রকাশিত হল। বিগত ১৮ মাস ধরে ফেসবুকে রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে যারা বিজ্ঞাপন দিয়েছেন তাদের মধ্যে যে দশজন সবচেয়ে বেশি বিজ্ঞাপন দিয়েছেন তাদের মধ্যে চারজন হলেন বিজেপির নেতা।এমনকী এর মধ্যে তিন জন নিজেদের ঠিকানার জায়গায় দিল্লিতে অবস্থিত বিজেপির কেন্দ্রীয় অফিসের ঠিকানা নথিভুক্ত করেছেন। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে।

গত ২৪ আগস্ট পর্যন্ত ফেসবুক ইন্ডিয়ার স্পেন্ডিং ট্র্যাকার অনুযায়ী, গত ১৮ মাসে সামাজিক বিষয়, নির্বাচন ও রাজনীতি সংক্রান্ত বিষয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে ফেসবুকে সবথেকে বেশি বিজ্ঞাপন দিয়েছে শাসকদল বিজেপি। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে এবছরের ২৪ আগস্ট পর্যন্ত তারা মোট ৪ কোটি ৬১ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছে। এছাড়া দুটি কমিউনিটি পেজ ‘মাই ফার্স্ট ভোট ফর মোদি’ এবং ‘ভারত কে মন কি বাত’ -এর জন্য খরচ হয়েছে এক কোটি ৩৯ লক্ষ ও ২ কোটি ২৪ লক্ষ টাকা। আর ‘নেশন উইথ নমো’ নামক ওয়েবসাইট ও পেজের জন্য দেওয়া হয়েছে এক কোটি ২৮ লক্ষ। এই তিনটির ঠিকানাতেই দিল্লির কেন্দ্রীয় বিজেপি অফিসের নাম উল্লেখ্য করা হয়েছে।

পাশাপাশি বিজেপি নেতা আরকে সিনহা বিজ্ঞাপন দিয়েছেন ৬৫ লক্ষ টাকা। গত ১৮ মাসে ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের তালিকায় থাকা প্রথম ১০ জন মোট ১৫ কোটি ৮১ লক্ষ খরচ করেছেন। এর মধ্যে বিজেপির তরফেই ৬৪ শতাংশ অর্থাৎ ১০ কোটি ১৭ লক্ষ টাকা খরচ করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের তরফে এই সময়ের মধ্যে ফেসবুকে খরচ করা হয়েছে ১ কোটি ৮৪ লক্ষ ও আম আদমি পার্টির পক্ষ থেকে ৬৯ লক্ষ।

এই বিজ্ঞাপনের বহর দেখেই স্পষ্ট ফেসবুক কেন বিজেপিকে এত প্রচার দেয় । কেন সোশ্যাল মিডিয়ায় এত শক্তিশালী গেরুয়া শিবির ।

এবার ভাবতে হবে ফেসবুক কি শুধু নিজের ব্যাবসা ই দেখবে না সামাজিক কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.