নিউজ ডেস্ক : – এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবে দাবী দেশ পেরিয়ে বিদেশেও সরকার গড়বে বিজেপি বরারই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ এবারও ব্যতিক্রম হল না৷ বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করতে গিয়ে এমন কথা বলে ফেললেন তিনি, যাতে রাতারাতি ফের একবার তাঁকে নিয়ে শুরু হল জোর আলোচনা৷ দেশ ছাড়িয়ে আন্তার্জাতিক স্তরে পৌঁছে যাবে তাঁর দল, দাবি করছেন বিপ্লব দেব৷ তিনি বলেন যে, দলের নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিকল্পনা অনুযায়ী এবার প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কায় শুরু হবে বিজেপির যাত্রা! যার মানে দাঁড়ায় দেশ ছাড়িয়ে এবার বিদেশের মঞ্চে অভিষেক ঘটাতে চলেছে ভারতীয় জনতা দল, এমনই দাবি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী!
সেই সময়, অর্থাৎ ২০১৮-র ত্রিপুরার রাজ্য নির্বাচানের প্রস্তুতি চলাকালীন দলের এক আভ্যন্তরীন বৈঠকের আলোচনাকে তুলে ধরে এই দাবি করেন বিপ্লব দেব৷ তিনি বলেন যে, একটি গেস্টহাউজে বলে দলের অবস্থান নিয়ে আলোচনা চলছিল৷ বিজেপি উত্তরপূর্ব বলয়ের সভাপতি অজয় জমবাল জানান যে, বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসেছে৷ এরই পরিপ্রক্ষিতে অমিত শাহ বলেন যে শ্রীলঙ্কা এবং নেপালেও ছড়িয়ে পড়বে দল এবং সেখানেও সরকার গঠন করবেন তাঁরা৷ এই আলোচনার কথা তুলে ধরে বিপ্লবের এই দাবি!
সৌজন্য :-News 18 bangla