নিজস্ব সংবাদদাতা.কোলকাতা:- নানা চোখে সুকৃতি রঞ্জন বিশ্বাস এই গ্রন্থটি শনিবার কলকাতার কলেজ স্ট্রীটের মহাবোধি সোসাইটি হলে আনুষ্ঠানিক প্রকাশ হয়। চৌত্রিশ জন সমাজকর্মী, গণআন্দোলনের নেতৃত্ব সহ নানা স্তরের মানুষের লেখা প্রায় 400 পৃষ্ঠায় লেখা বইটি আনুষ্ঠানিক প্রকাশ করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। এদিন অনুষ্ঠানে সুকৃতি বিশ্বাসের গুণমুগ্ধ শতাধিক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রমথনাথ পোদ্দার, অনন্ত আচার্য, বজলে রহমান, মোহাম্মদ নুরুদ্দিন, ড. কনিষ্ক চৌধুরী, তায়েদুল ইসলাম, সঙ্গীতশিল্পী উত্তম সরকার প্রমুখ।
অনুষ্ঠানে মুহাম্মদ কামরুজ্জামান বলেন সুকৃতি বাবু দলিত নেতা হলেও তিনি আপাদমস্তক ধর্মনিরপেক্ষ মতাদর্শে বিশ্বাসী। সুকৃতি বাবু কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি অপ্রিয় সত্যি কথাগুলোও অপকটে বলেন, তাই অনেকের চোখে তিনি অপ্রিয় হলেও তিনি দলিত, মুসলিম, আদিবাসী ঐক্যের আজীবন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।