BREAKING NEWS
১৫ হাজার টাকা সাহায্য নিয়ে বাস চালাতে রাজি নয় বাস মালিকরা
পরিমল কর্মকার (কলকাতা) : এই মুহূর্তে বাসের ভাড়া বাড়ানো যাবেনা বলে এক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার পরিবর্তে বাস মালিকদের প্রতি মাসে বাস পিছু ১৫ হাজার টাকা করে সাহায্য দেবে রাজ্য সরকার, শুক্রবার এই ঘোষণাটি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাস মালিদের একটি সংগঠন রাজ্য সরকারের এই সিদ্ধান্তে রাস্তায় বাস নামাতে রাজি নয়।
শনিবার দুপুরে বাস মালিকদের একটি সংগঠন এক বৈঠকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা সাফ জানিয়ে দিয়েছেন, মাত্র ১৫ হাজার টাকা সাহায্য নিয়ে রাস্তায় বাস নামাতে রাজি নয় তারা। কারন হিসেবে তারা বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে বর্তমান পরিস্থিতিতে রাস্তায় বাস নামাতে গেলে তাদের ক্ষতি হবে দিন প্রতি ২ হাজার টাকা। তারমানে মাসে প্রায় ৬০ হাজার টাকা। তাতে মাসে ১৫ হাজার টাকা সাহায্য নিলেও প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। এমনটাই বক্তব্য ওই বাস মালিক সংগঠনের।
উল্লেখ্য, অন্য আরও ২/৩ টি বাস মালিক সংগঠন আগামী কাল একটি বৈঠকে মিলিত হবে বলে জানা গিয়েছে। ওই বৈঠকেই স্থির হবে তারা সরকারের কাছ থেকে ১৫ হাজার টাকা সাহায্য নিয়ে রাস্তায় বাস নামাবেন কিনা !