নিউজ ডেস্ক :- চার জন এম পি সহ রবিবার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে BJP। এদিনই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেসও। কোনও তারকা প্রার্থী নয়, পোড়খাওয়া রাজনীতিবিদদেরই মূলত প্রার্থী করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
এবার সিতাই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কেশব চন্দ্র রায়,
তুফানগঞ্জে প্রার্থী রবীন রায়,
আলিপুরদুয়ারে দেবা প্রসাদ রায়,
জলপাইগুড়িতে ডা. সুখবিলাস বর্মা,
মাটিগারা নক্সালবাড়িতে শংকর মালাকার,
ফাঁসিদেওয়াতে সুনীল চন্দ্র তিরকি,
রানীগঞ্জে মোহিত সেনগুপ্ত,
চঞ্চলে আসিফ মেহবুব,
হরিশচন্দ্রপুরে আলম মোস্তাক,
মালতীপুরে অলবেরুনি জুলকারনৈন,
মানিকচকে মহম্মদ মোত্তাকিন আলম, মালদায় ভূপেন্দ্র নাথ হালদার,
সুজাপুরে ইশা খান,
ফারাক্কা মইনুল হক,
সুতিতে হুমায়ুন রেজা,
লালগোলাতে আবু হেনা,
রানিনগরে শ্রীমতি ফিরোজা বেগম, বড়ঞায় শীলাদিত্য হালদার,
কান্দিতে সৈফুল আলম খান,
ভারতপুরে কমলেশ চট্টোপাধ্যায়, বেলডাঙায় শেখ সাফিউজ্জামান,
বহরমপুরে মনোজ চক্রবর্তী,
ক্যানিং-এ পশ্চিমে প্রতাপ মণ্ডলবজবজে শেখ মুজিবর রহমান,
হাওড়ায় মধ্যে পলাশ ভাণ্ডারি,
শ্যামপুরে অমিতাভ চক্রবর্তী,
আমতায় অসিত মিত্র,
উদয়নপুরে আলোক কোলে,
শ্রীরামপুরে আলোক রঞ্জন বন্দ্যোপাধ্যায়,
চাঁপদানিতে আবদুল মান্নান,
সপ্তগ্রামে পবিত্র দেব,
ধনেখালিতে অনির্বান সাহা,
পুরসুরাতে মনিকা মল্লিক ঘোষ,
হাসনে মিলটন রসিদ।