নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া :- *খাদ্যে ভেজাল আটকাত রুখতে হাতে কলমে সচেতনতার পাঠ দিল ক্রেতা সুরক্ষা দপ্তর*। সরকারি আইন আছে খাদ্য ভেজাল দিলে জেল জরিমানা 2 হতে পারে অথচ অ্যাকশনের ব্যবসায়ী আছে যারা মুনাফা লাভের আশায় বিভিন্নভাবে খাদ্যে ভেজাল মিশিয়ে থাকে আবার অনেক সময় আমরা না জেনে নিজেরাই খাদ্য দূষণ ঘটিয়ে থাকি খাদ্যে নিরাপত্তা ও ভেজাল মিশালে আমরা যারা উপভোক্তা নিজেরাই অনেক পরীক্ষা করে ভেজাল ধরতে পারি সেই বিষয়েই আজ উপভোক্তা বিষয়ক ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার বাঁকুড়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পুরা জেলা শাসকের অফিস কার্যালয় মায়ের রুটি কনফারেন্স হবে একটি সেমিনার কাম ওয়ার্কশপ আয়োজন করা হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিল ফোর সেফটি অফিসার সাউলী বৈদ্, কেতা সুরক্ষা দপ্তরের বাঁকুড়া আঞ্চলিক কার্যালয়ের সহ অধিকর্তা সৌরভ চক্রবর্তী সহ প্রশাসনের একাধিক ব্যক্তিত্ব।