বেহালায় ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় আয়োজিত হলো কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প
পরিমল কর্মকার (কলকাতা) : সোমবার (২৬ জুলাই) কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন আয়োজিত কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো বেহালা শাহিদ সুধা সিন্ধু মার্কেটে ব্যবসায়ী সংগঠনের অফিস কার্যালয়ে। এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বেহালার অন্যতম ব্যবসায়ী সংগঠন সাউথ সুবার্বন ট্রেডার্স এ্যাসোসিয়েশন এবং লায়ন্স ক্লাব অফ বড়িশা-বেহালা। এদিন একটি ভ্রাম্যমান শীততাপ নিয়ন্ত্রিত বাসে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে বহু ব্যবসায়ী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে মোট ২৫২ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয় বলে জানান ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ ঘোষ।
অরুণ ঘোষ জানান, এইদিন দোকানদার ও হকারদের পরিবার পরিবার-পরিজন এবং স্থানীয় মানুষ মিলিয়ে মোট ২৫২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। এইসঙ্গেই তিনি বলেন, বিগত বেশ কিছুদিন ধরেই সরকারি ব্যবস্থাপনায় বেহালায় শরৎ সদনে যে ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে, সেখানে সাউথ সুবার্বন ট্রেডার্স এ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত প্রায় আড়াই-তিন হাজার মানুষকে কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে তাদের ব্যবসায়ী সংগঠন সাউথ সুবার্বন ট্রেডার্স এ্যাসোসিয়েশন। “আপদে-বিপদে ব্যবসায়ী বন্ধুদের পাশে থাকার অঙ্গীকার নিয়েই দীর্ঘদিন ধরে পথ চলছে এই সংগঠন….” কথায় কথায় এমনটাও বলে ফেললেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ ঘোষ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ সুবার্বন ট্রেডার্স এ্যাসোসিয়েশনের সভাপতি শক্তি মণ্ডল, সাধারণ সম্পাদক অরুণ ঘোষ, কর্মকর্তা মলয় মুখার্জী, অনিল নন্দী, ভানু দাস, জয়ন্ত ভদ্র, শঙ্কর ঘোষ, সোনালী মুখার্জী, সন্দীপ মুখার্জী, গোপু রায়, শেখর ঘোষ, প্রসেনজিৎ ভৌমিক, বিশ্বজিৎ ঘোষ, তাপস দাস, সুনীল নন্দী, সুখরঞ্জন পাইক প্রমুখ।