ভাড়া না বাড়িয়ে সরকারি সাহায্যে বাস চালাবে না, সিদ্ধান্ত জয়েন্ট কাউন্সিলের
পরিমল কর্মকার (কলকাতা) : সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বেসরকারি বাসের ভাড়া এখনই বাড়ানো সম্ভব নয়। তার পরিবর্তে বাসের মালিকদের বাস পিছু প্রতি মাসে ১৫ হাজার টাকা করে সাহায্য করবে রাজ্য সরকার। তার প্রত্যুত্তরে শনিবারই এক বৈঠকে ওয়েস্ট বেঙ্গল বাস- মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছিল ভাড়া না বাড়িয়ে সরকারি সাহায্যে তারা বাস চালাবেন না। পাশাপাশি রবিবার দিন বাস মালিকদের অন্য আরও একটি সংগঠন জয়েন্ট কাউন্সিলও একটি বৈঠকে সিদ্ধান্ত নেয় সরকারি সাহায্যে বাস চালালে তারা ক্ষতির মুখে পড়বেন। তাই ভাড়া না বাড়িয়ে বাস চালানো সম্ভব নয় বলে তারা স্পষ্ট জানিয়ে দেন। আগামীকাল থেকে তারা বাস চালাবেন না বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাস কাউন্সিলের অধীনে প্রায় সাড়ে তিন হাজার বাস রয়েছে। অন্যদিকে ওয়েস্টবেঙ্গল বাস- মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের অধীনেও বাস-মিনিবাসের ৩০ টি রুট নিয়ন্ত্রিত হয়। বাস মালিক সংগঠনের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাসে যাত্রী তোলার ক্ষেত্রে তারা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সুতরাং ১৫ হাজার টাকা সরকারি সাহায্য নিলেও তাদের লাভের পরিবর্তে আরও ক্ষতির মুখে পড়তে হবে। তাই এই দুটি সংগঠনই ভাড়া না বাড়িয়ে বাস চালাতে গররাজি হওয়ায় পরিবহন ব্যবস্থা গভীর সংকটের মুখে পড়ল বলে অধিকাংশ মানুষের ধারণা।
প্রসঙ্গত: আন লকডাউনে অফিস-দোকান-বাজার খুলে গেলেও লোকাল ট্রেন-মেট্রো ইত্যাদি চালু না হওয়ায় পরিবহন ব্যবস্থা চরম সংকটের মধ্য দিয়ে চলছিল। তার উপর বেসরকারি বাস না চললে দৈনন্দন যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হবে বলেই মনে করছেন রাজ্যের মানুষ।