কলকাতা :- লাগাতার আন্দোলনের জের উচ্চ মাধ্যমিকে ১০০% পাশ করানোর সিদ্ধান্ত সংসদের ।লাগাতার বিক্ষোভের জের। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও শুরু হল একশো শতাংশ পাশ করানোর প্রক্রিয়া। করোনা সতর্কতায় এবার দুটি পরীক্ষাই হয়নি। আগের পরীক্ষাগুলিতে পাওয়া নম্বরের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়। মাধ্যমিকের সবাই পাশ করলেও উচ্চমাধ্যমিকে দেখা যায় প্রায় কুড়ি হাজার ছাত্র-ছাত্রী ফেল করেছেন।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে তলব করেন। বৈঠক শেষে সংসদ সভাপতি জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান করা হবে। সংসদ সূত্রে খবর, সমস্ত ফেল করা ছাত্র ছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, গত শনিবার নবান্নে তলব করা হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের সচিব ও সংসদ সভাপতিকে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছিলেন তাঁরা। এরপর শিক্ষা সচিব উচ্চ মাধ্যমিক ফল বিভ্রাট ইস্যুতে জেলাশাসকদের মাঠে নামার নির্দেশ দেন। এবার খুশি ছাত্র ছাত্রীরা ,কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় ।
সৌজন্য :- সংবাদ প্রতিদিন